WB Floods: রাজ্যের বন্যা পরিস্থিতি 'ম্যান মেড'! ডিভিসি এবং কেন্দ্রকে একজোটে দুষলেন মুখ্যমন্ত্রী

People's Reporter: মমতা বলেন, ‘‘ডিভিসি না-বলেই জল ছাড়ে। সেই কারণেই বন্যা হয়েছে। কথা না-বলে বিহার, ঝাড়খণ্ডও জল ছেড়ে দেয়। সেই জলে প্লাবিত হয় বাংলা"।
মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়ছবি - সংগৃহীত
Published on

রাজ্যের বন্যা পরিস্থিতি বেশিরভাগ ক্ষেত্রেই 'ম্যান মেড' বা মনুষ্যকৃত। মঙ্গলবার বিধানসভা অধিবেশনে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। পাশাপাশি, এই বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্র সরকার এবং ডিভিসিকে দায়ী করেন তিনি। পরিবেশরক্ষারও শপথ নেন তিনি।

গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির ফলে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতী, কংসাবতী নদী বিপদসীমার উপর বইছে। কার্যত ভেসে যাওয়ার মতো পরিস্থিতি বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের। ঘাটাল এবং গড়বেতার পরিস্থিতি খুবই খারাপ। একই পরিস্থিত উত্তরবঙ্গেও। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে বিরোধীদের নিশানায় রাজ্যের শাসক দল। এই আবহে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের কী পদক্ষেপ, মঙ্গলবার বিধানসভায় তা জানালেন মুখ্যমন্ত্রী।

এদিন বন্যা পরিস্থিতিকে 'ম্যান মেড' বলে দাবি করে মমতা বলেন, ‘‘ডিভিসি না-বলেই জল ছাড়ে। সেই কারণেই বন্যা হয়েছে। কথা না-বলে বিহার, ঝাড়খণ্ডও জল ছেড়ে দেয়। সেই জলে প্লাবিত হয় বাংলা"। মাইথন, পাঞ্চেতের মতো বাঁধগুলি থেকে অতিরিক্ত জল ছাড়ার কারণে এই বন্যা পরিস্থিতি বলে জানান মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের পরিস্থিতির জন্য তিনি ভূটানের জল ছাড়াকে দায়ী করেছেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, "ইন্দো-ভূটান রিভার কমিটিতে বাংলার কোনও প্রতিনিধি নেই"। তাঁর দাবি, ওই কমিটিতে বাংলার একজন প্রতিনিধি থাকা উচিত।

অন্যদিকে, বন্যা পরিস্থিতিতে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে ফের একবার প্রশ্ন উঠেছে। বারবার কেন্দ্রকে দোষী করেছেন মমতা। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, এই প্রকল্প রাজ্য সরকার করবে। সেই মতো চলতি বছর বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। কিন্তু বন্যার কারণে সে কাজ থমকে রয়েছে। মঙ্গলবারও ফের কেন্দ্রকে দুষে মমতার দাবি, আগামী দু'বছরের মধ্যে মাস্টার প্ল্যানের কাজ শেষ হয়ে যাবে।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় পুকুর কাটার সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। মমতা জানান, ‘‘২০১১ সালে অমিত মিত্র দেড় লক্ষ পুকুর কাটার কথা বলেছিলেন। তাঁর পরামর্শের জন্য তাঁকে ধন্যবাদ জানাই। আমরা ইতিমধ্যেই ‘জল ধরো, জল ভরো প্রকল্প’-এর অধীনে সাড়ে চার লক্ষ পুকুর কেটেছি"। তাঁর দাবি, বৃষ্টির জল ধরে রাখার জন্য পুকুরের প্রয়োজন। এছাড়া পুকুর জীবিকার অন্যতম বিকল্প। তাঁর দাবি, ‘‘পুরসভাগুলি পুকুর বুজিয়ে বাড়ি তৈরি করে দেয়। এর ফলে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। এই ব্যাপারে পুর দফতর কাজ করেছে। পরিবেশ দফতরকে বলব, কড়া পদক্ষেপ করতে"।

পরিবেশদূষণ রোধে কী কী করণীয় তা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘‘আইন করে দূষণরোধের কথা বলব আমি"।

ইরান-ইজরায়েল যুদ্ধ প্রসঙ্গে এদিন মমতা বলেন, "যুদ্ধ যুদ্ধ করে সমুদ্রে আগুন জ্বলছে। আমি ছোট্ট জায়গায় কাজ করি। এ বিষয়ে ভারত সরকার যা বলার বলবে। যুদ্ধে পরিবেশের ক্ষতি হয়েছে"। রাজীব গান্ধীর স্মৃতিচারণ করে মমতা বলেন, "রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন আমাকে আর আনন্দ শর্মাকে অ‍্যাঙ্গোলায় পাঠানো হয়েছিল। গিয়েছিলাম। সেখানে কী করেছিলাম, তা এখানে বলব না"।

বিধানসভায় উপস্থিতি নিয়ে বিধায়কদের পুরস্কার দেওয়ার কথা বলেছেন মমতা। এছাড়া সোমবার অধিবেশনকক্ষে বিজেপির বিক্ষোভের নিন্দা করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, "অনেকের বিরুদ্ধেই বিধানসভার কর্মীদের উপর হামলা করার অভিযোগ রয়েছে। মার্শালের গায়ে হাত পড়েছে। আর যাঁরা মারলেন, তাঁরাই থানায় অভিযোগ জানালেন!’’

মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee: এবার স্কুলের গ্রন্থাগারে মিলবে মুখ্যমন্ত্রীর লেখা বই, শুরু বিতর্ক
মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee: মুখ্যমন্ত্রীকে নিয়ে করা ছ'বছর আগের কার্টুন মুছতে তৎপর রাজ্য পুলিশ, চিঠি X-কে

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in