চাকরীর দাবিতে পথে নামল ২০২২ সালের টেট চাকরীপ্রার্থীরা
চাকরীর দাবিতে পথে নামল ২০২২ সালের টেট চাকরীপ্রার্থীরানিজস্ব চিত্র

TET: চাকরীর দাবিতে পথে নামল ২০২২ সালের টেট উত্তীর্ণরা, করুণাময়ীতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

People's Reporter: তাঁদের দাবি, ২০২৩ সালের টেটের রেজাল্টের আগে, ২০২২ সালের টেট উত্তীর্ণদের সুযোগ দিতে। পাশাপাশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে।

ফের পথে নামল ২০২২ সালের টেট উত্তীর্ণ চাকরীপ্রার্থীরা। সল্টেলেকের করুণাময়ীতে APC ভবনেরা সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। যা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সল্টলেকের করুণাময়ীর সামনে। লোকসভা ভোটের আগে ২০২২ প্রাথমিক টেট উত্তীর্ণদের ইন্টারভিউর নোটিশের বিজ্ঞপ্তির দাবিতে এই অভিযান।

পুলিশের বিরুদ্ধে টেনেহিঁচড়ে চাকরীপ্রার্থীদের সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন এক আন্দোলনকারী। আহত আরও বেশ কয়েকজন বলে জানা গেছে।

মঙ্গলবার বিভিন্ন দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরীপ্রার্থীরা। তাঁদের দাবি, ২০২৩ সালের টেটের রেজাল্টের আগে, ২০২২ সালের টেট উত্তীর্ণদের সুযোগ দিতে। পাশাপাশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে। RTE ACT মেনে সমস্ত প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি যুক্ত করে ছাত্র-শিক্ষক অনুপাতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির প্রতিশ্রুতি অনুযায়ী, বছরে দুবার প্রাথমিক শিক্ষক নিয়োগের ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে।

তাঁদের আরও দাবি, ২০২২ সালে পাস করা সকল চাকরিপ্রার্থীর নাম, রোল নং, ট্রেনিং ধরণ, টেট মার্কস, কাস্ট, ক্যাটাগরি, যাবতীয় তথ্য পিডিএফ আকারে প্রকাশিত করতে হবে পর্ষদকে। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় EXEMPTED CATEGORY শূন্যপদ পূরণ করতে পর্যাপ্ত প্রার্থী পাওয়া না গেলে বাকি থাকা শূন্যপদ NON-EXEMPTED CATEGORY তে থাকা প্রার্থী দিয়ে পূরণ করতে হবে।

এইসব দাবি নিয়ে মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভ শুরু করেন চাকরিপ্রার্থীরা। যার ফলে যানজট পরিস্থিতি তৈরি হয় করুণাময়ীতে। পুলিশ এসে বিক্ষোভকারীদের সরে যেতে বললে তাঁরা রাজি হননি। এর পর জোর করে সরানোর চেষ্টা করলে তাঁরা প্রতিরোধ করেন। দুই পক্ষের বচসা, ধস্তাধস্তি শুরু হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছিলেন। পুলিশ এসে জোর করে সরিয়ে দিয়েছে। কয়েক জন আন্দোলনকারীকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

চাকরীর দাবিতে পথে নামল ২০২২ সালের টেট চাকরীপ্রার্থীরা
Sandeshkhali: নিরাপদ সর্দারের জামিন মঞ্জুর হাইকোর্টে, পুলিশকে তীব্র ভর্ৎসনা ক্ষুব্ধ বিচারপতির
চাকরীর দাবিতে পথে নামল ২০২২ সালের টেট চাকরীপ্রার্থীরা
Sandeshkhali: সন্দেশখালিতে বাম ঘনিষ্ঠ বিশিষ্টজনেরা, শুনলেন গ্রামবাসীদের ভয়ঙ্কর অভিজ্ঞতা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in