SSC Scam: তালিকা প্রকাশের নামে মিথ্যাচার করেছে মমতা ব্যানার্জি পরিচালিত রাজ্য সরকার - বিমান বসু

People's Reporter: বামফ্রন্টের বিবৃতিতে বলা হয়েছে, রাজ্য সরকার অযোগ্যদের কাজে ফেরানোর জন্য বিভিন্ন অপকৌশল নিচ্ছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বার বার বলা সত্ত্বেও এসএসসি যোগ্য অযোগ্যদের তালিকা দেয়নি।
চাকরি হারা শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর বিবৃতি
চাকরি হারা শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর বিবৃতিগ্রাফিক্স - আকাশ
Published on

গোটা নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতিগ্রস্ত করাই নয়, সেই দুর্নীতিকে আড়াল করতে তালিকা প্রকাশের নামে মিথ্যাচারের আশ্রয় নিয়েছে মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার। মঙ্গলবার এক প্রেস বিবৃতিতে একথা জানিয়েছেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ওই বিবৃতিতেই বিধাননগরের সাধারণ মানুষের কাছে বিক্ষোভকারী শিক্ষকদের প্রতি মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেবার আবেদন জানানো হয়েছে।

বিক্ষোভরত শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়ে এদিনের বিবৃতিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং স্কুল সার্ভিস কমিশনের প্রতিশ্রুতি ছিল ‘যোগ্য-অযোগ্য’দের তালিকা প্রকাশিত হবে। কিন্তু শিক্ষকদের সাথে বৈঠকের পরেও ২১ এপ্রিল নির্দিষ্ট সময়ের মধ্যে সেই তালিকা প্রকাশ করতে পারেনি।

বিবৃতিতে বলা হয়েছে, রাজ্য সরকার অযোগ্যদের কাজে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ধরণের অপকৌশল নিচ্ছে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বারে বারে বলা সত্ত্বেও এসএসসি যোগ্য অযোগ্যদের তালিকা দেয়নি।

রাজ্য সরকারের মিথ্যা প্রতিশ্রুতিকে ধিক্কার জানিয়ে ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, এই মিথ্যাচারের সাথে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং এখনই যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার দাবি জানাচ্ছে। টাকার বিনিময়ে নিযুক্ত অযোগ্যদের জন্য যোগ্য শিক্ষকদের চাকরিহারা করার পরিবর্তে অযোগ্যদের চিহ্নিত করে আদালতে তা দাখিল করে যোগ্যদের শিক্ষকতার কাজে বহাল সুনিশ্চিত করা হোক।

অন্যদিকে এই খবর লেখার সময় পর্যন্ত এসএসসি দপ্তরের সামনে চাকরিহারা শিক্ষকদের অবস্থান চলছে। তাঁদের বক্তব্য, যে ১৭,২০৬ জনের তালিকা বিকাশ ভবন দিয়েছে তাতে যারা অযোগ্য আছে তাঁদের কেন চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে না?

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিরা জানান, আলোচনায় কোনও জট কাটেনি। ফলে এসএসসি দপ্তরে ঘেরাও কর্মসূচি চলবে। এবার অযোগ্যদের বরখাস্ত করার দাবি নিয়ে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও জানা গেছে। তাঁরা আরও জানিয়েছেন, এই অবস্থান এবং আন্দোলন চলবে। এখনই তাঁরা স্কুলে ফিরছেন না।

গত ১১ এপ্রিল যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা দিয়েছিলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেছিলেন, ২১ এপ্রিল সোমবারের মধ্যে যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করবে এসএসসি। কথা ছিল সোমবার সন্ধ্যে ৬ টা নাগাদ তালিকা প্রকাশ করা হবে। কিন্তু সোমবার চলে গিয়ে মঙ্গলবার সন্ধ্যে হয়ে গেলেও, এখনও পর্যন্ত তালিকা প্রকাশ করেনি এসএসসি। তালিকা প্রকাশ না করায় গতকাল রাতভর দফতরের সামনে অবস্থান বিক্ষোভ করেন চাকরিহারারা। ঘেরাও করে রাখেন চেয়ারম্যানকে। যে অবস্থান বিক্ষোভ এখনও চলছে।

চাকরি হারা শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর বিবৃতি
SSC Scam: ২০ ঘন্টা পার! এখনও এসএসসি ভবনের সামনে অবস্থানে চাকরিহারারা, ভিতরে 'বন্দি' চেয়ারম্যান
চাকরি হারা শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর বিবৃতি
SSC Scam: তালিকা প্রকাশ করেনি এসএসসি - দপ্তরের সামনেই অবস্থান চাকরিহারা শিক্ষকদের, ঘেরাও চেয়ারম্যান

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in