

এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগে সমস্ত যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের সেই নির্দেশকে এবার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল স্কুল সার্ভিস কমিশন (SSC)।
গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এসএসসি-কে ২০১৬ সালের নিয়োগের 'দাগি অযোগ্য'দের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। সেই তালিকা গত শুক্রবার প্রকাশ করে কমিশন। তবে ৩ ডিসেম্বর বিচারপতির দেওয়া যোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ পালন করেনি কমিশন। ৮ ডিসেম্বরের মধ্যে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কমিশন।
চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। পাশাপাশি হাইকোর্ট আরও নির্দেশ দিয়েছিল, আসন্ন গ্রুপ সি ও ডি পরীক্ষায় পূর্বের প্রার্থীদের বয়সের ছাড় দিয়ে নতুন নিয়োগে আবেদন করার সুযোগ দিতে হবে। আগামী ৬ জানুয়ারি হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি।
এর আগে ২০২৫ সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সমস্ত ওএমআর প্রকাশ করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নবম-দশম এবং একাদশ-দ্বাদশের সমস্ত ওএমআর প্রকাশ করতে হবে এসএসসি-কে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন