Jadavpur University: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে SFI-র বিক্ষোভ, ঘেরাও রাজ্যপাল

শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে SFI-র বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
Jadavpur University: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে SFI-র বিক্ষোভ, ঘেরাও রাজ্যপাল
ছবি - সংগৃহীত

কলকাতা মেডিকেল কলেজের পর এবার ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল হল যাদবপুর বিশ্ববিদ্যালয়। তবে এবার বিক্ষোভ দেখাল বাম ছাত্র সংগঠন এসএফআই (SFI)। পড়ুয়াদের দফায় দফায় আন্দোলনের জেরে চরম উত্তেজনার সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয় চত্বরে।

শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে যোগ দিতে গিয়েছিলেন রাজ্যপাল। সূত্রের খবর, তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান এসএফআই-র সদস্যরা। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে রাজ্যপালের গাড়ির সামনে ক্রমাগত স্লোগান দেন তাঁরা। পতাকা, প্ল্যাকার্ড হাতে নিয়ে বিশ্ববিদ্যালয় চত্বর ঘিরে রাখেন আন্দোলনরত পড়ুয়ারা।

চাপের মুখে পড়ে অবশেষে বিক্ষোভকারী পড়ুয়াদের সাথে ৫-১০ মিনিট কথা বলেন রাজ্যপাল। ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টি পরে আলোচনা করে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, মেডিকেল কলেজের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে পড়ুয়াদের আন্দোলন অনশনের দিকে মোড় নেয়। টানা ১২ দিন অনশন চালান তাঁরা, তাঁদের সাথ দেন অভিভাবকরাও। এর পর অনশন প্রত্যাহার করে আন্দোলনকারী পড়ুয়ারা ঘোষণা করেন যে, নিজেদের ভোট তাঁরা নিজেরাই করবেন।

নির্বাচনের বৈধতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠা শুরু হলেও, ‘নিজেদের ভোটে গড়ে নেব নিজেদের ইউনিয়ন’ স্লোগান তুলে গত বৃহস্পতিবার মেডিক্যালে নির্বাচন করেন পড়ুয়াদের একাংশ। বিশিষ্টদের নজরদারিতে নির্বাচন প্রক্রিয়া করা হয়। একই দিনে ভোট গণনা এবং ফল প্রকাশ হয়। ১ হাজার জনের মধ্যে ভোট দেন ৭৮৮ জন। ভোট পড়েছে ৭৯ শতাংশ। এই আবহে এ বার প্রকাশ্যে এল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ভোটের দাবিতে আন্দোলন।

Jadavpur University: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে SFI-র বিক্ষোভ, ঘেরাও রাজ্যপাল
বিকাশ ভবনে সিবিআই হানা! শিক্ষামন্ত্রীর সচিবের ঘরে দীর্ঘক্ষণ তল্লাশি, বাজেয়াপ্ত একাধিক নথি
Jadavpur University: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে SFI-র বিক্ষোভ, ঘেরাও রাজ্যপাল
Bogtui Case: মূল অভিযুক্ত 'মৃত' লালন শেখের স্ত্রীর মন্তব্যে হতবাক বিচারপতি! কিন্তু কেন?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in