

বিধানসভার স্পিকার ও বিধায়কদের বিরুদ্ধে অবমাননার মন্তব্যের অভিযোগে বিধানসভায় ডাকা হতে পারে জনপ্রিয় অভিনেতা বাদশা মৈত্র ও আইনজীবী কৌস্তব বাগচীকে।
পশ্চিমবঙ্গ বিধানসভার সরকারি মুখ্য সচেতক নির্মল ঘোষ বাদশা মৈত্রদের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি বলেন, বাদশা মৈত্র ও কৌস্তভ বাগচী একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য বিধায়কদের বিষয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। সূত্রের খবর, বিধানসভার শীতকালীন অধিবেশন শেষ হলেই অভিনেতা ও আইনজীবীকে হাজিরা দিতে হবে স্বাধিকারভঙ্গ কমিটির কাছে। বৃহস্পতিবার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের সামনে অভিযোগের ভিত্তিতে সাক্ষীও দেন নির্মল ঘোষ।
এই প্রসঙ্গে অভিনেতা বলেন, আমি আগেই চিঠি দিয়ে এই বিষয়টা জানিয়েছি। চিঠিতে যেটা লিখেছি সেটাই আমার বক্তব্য। আমাকে বিধানসভাতে ডেকে পাঠালেও আমার বক্তব্যের বদল হবে না। আমাকে হাজিরা দিতে বললে অবশ্যই বিধানসভায় যাব।
উল্লেখ্য, বিতর্কের সৃষ্টি হয় বিধানসভা সংক্রান্ত একটি আলোচনাসভাতে। ২১-র নির্বাচনে বিজেপির টিকিটে জিতে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যান পদে বসেন মুকুল রায়। পরবর্তীকালে তিনি মমতা ব্যানার্জীর উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন। বিধানসভার নিয়ম অনুযায়ী PAC পদে থাকতে পারেন বিরোধী দলের কেউ একজন। সেক্ষেত্রে মুকুল রায়ের এই পদে থাকাটা বিতর্কিত। এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়েই বিপাকে পড়েছেন অভিনেতা ও আইনজীবী।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন