
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে কোনও আমন্ত্রণই জানানো হয়নি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে! কলকাতার এক আরটিআই কর্মীর করা ইমেলের উত্তরে এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সিপিআইএম-র মুখপত্র গণশক্তির প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে মমতা ব্যানার্জির বক্তব্য রাখা নিয়ে কোনও তথ্যই নেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কাছে। কলকাতার সমাজকর্মী তথা আরটিআই (তথ্যের অধিকার) কর্মী বিশ্বনাথ গোস্বামী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এই বিষয়ে জানতে চেয়ে একটি ইমেল করেছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার জবাব দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসের প্রধান এলিজাবেথ ব্রটরাইট জানিয়েছেন, "অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এই ধরনের কোনও ইভেন্ট সম্পর্কে অবগত নয়। মমতা ব্যানার্জির ভাষণ নিয়ে আমাদের কাছে কোনও তথ্য নেই।"
অর্থাৎ রাজ্যবাসীকে 'ভুয়ো' বার্তা দিচ্ছে মুখ্যমন্ত্রী এবং তাঁর দল? জানা যাচ্ছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কেলগ কলেজের ওয়েবসাইটে মমতা ব্যানার্জির একটি আলোচনায় উপস্থিত থাকার উল্লেখ রয়েছে। ঘোষণা অনুযায়ী, ২৭ মার্চ কেলগ কলেজের সভাপতি জোনাথন মিচি এবং কোবরা বিয়ারের মালিক করণ বিলিমোরিয়ার সঙ্গে ‘সমাজ উন্নয়ন: নারী ও শিশু ক্ষমতায়ন’ শীর্ষক একটি প্রকাশ্য আলোচনা সভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
কেলগ কলেজের ঘোষণায় মমতা ব্যানার্জিকে 'কবি ও লেখক' বলে উল্লেখ করা হয়েছে এবং সাহিত্য, শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে তাঁর অবদানের জন্য তাঁকে ‘সাংস্কৃতিক দূত’ বলা হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই অনুষ্ঠানকে ‘অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ’ বলে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। আরটিআই কর্মী বিশ্বনাথ গোস্বামী এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র, বিদেশ এবং অর্থনৈতিক দপ্তরের সচিবদের কাছে অভিযোগ জানিয়েছেন। তাঁর দাবি, "এই সফরের অনুমোদন দেওয়ার আগে আরও সতর্ক হওয়া উচিত ছিল। কারণ, এই সফরে মুখ্যমন্ত্রী ভারতকে প্রতিনিধিত্ব করবেন।"
তিনি আরও বলেন, "কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জোর করে পাওয়া ডি-লিট, ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ভুয়ো পিএইচডি এবং এবার অক্সফোর্ডের নামে মিথ্যা প্রচার—সবই প্রতারণার রাজনীতি। রাজ্যের শিক্ষাব্যবস্থা এবং নারী নিরাপত্তা সংকটে থাকলেও মুখ্যমন্ত্রী সেই সব বিষয়ে ব্যাখ্যা না দিয়ে বিদেশ সফরে ব্যস্ত।"
প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছিল, মমতা ব্যানার্জি ২৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ও গবেষকদের সামনে ‘সমাজ উন্নয়ন: নারী ও শিশু ক্ষমতায়ন’ বিষয়ে ভাষণ দেবেন। লন্ডনে যাওয়ার জন্য কেন্দ্রের ছাড়পত্রও পেয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি ২১ মার্চ লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন এবং ২৯ মার্চ কলকাতায় ফিরবেন। সফরসূচি অনুযায়ী, তিনি দুবাই হয়ে লন্ডনে পৌঁছাবেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন