Abhishek Banerjee: সোমবার পর্যন্ত অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয় - আদালতে দাবি ইডির!

বুধবার বিচারপতি ঘোষ জানান, এখনই অভিষেক ব্যানার্জির মামলা শুনবেন না। আরও অনেক গুরুত্বপূর্ণ মামলা রয়েছে তাঁর এজলাসে।
আপাতত স্বস্তিতে অভিষেক ব্যানার্জি
আপাতত স্বস্তিতে অভিষেক ব্যানার্জিগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

আগামী সোমবার পর্যন্ত তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করবে না ইডি। মামলার শুনানি পিছিয়ে যেতে আদালতে এমনটাই দাবি করেছেন ইডির আইনজীবী। ফলে আপাতত স্বস্তিতে অভিষেক।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের নির্দেশে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে পুনরায় ফিরে আসে অভিষেক ব্যানার্জির এফআইআর সংক্রান্ত মামলা। বুধবার বিচারপতি ঘোষ জানান, এখনই অভিষেক ব্যানার্জির মামলা শুনবেন না। আরও অনেক গুরুত্বপূর্ণ মামলা রয়েছে তাঁর এজলাসে। সোমবার বা তারপরে অভিষেকের মামলা শোনা সম্ভব হবে।

পাশাপাশি ইডির দ্রুত শুনানির আবেদনও খারিজ হয়ে যায়। তারপরই ইডির আইনজীবী বিচারপতিকে জানান, আগামী সোমবার পর্যন্ত ইডিরও কোনো কড়া পদক্ষেপের পরিকল্পনা নেই।

নিয়োগ দুর্নীতিতে এফআইআর খারিজের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক ব্যানার্জি। আদালতের তরফ থেকে গত সোমবার পর্যন্ত রক্ষাকবচও পেয়েছিলেন তৃণমূল সাংসদ। রক্ষাকবচ শেষ হতেই মামলাটি ওঠে বিচারপতি ঘোষের এজলাসে।

যার বিরোধিতা করে ইডির আইনজীবী সলিসিটর জেনারেল এসভি রাজু দাবি করেন, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওঠার কথা। আপনার এজলাসে মামলাটি এলো কীভাবে?

এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা থেকে সরে দাঁড়ান। পাশাপাশি বলেন, মামলাটি হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে দেওয়া হলো। প্রধান বিচারপতিই ঠিক করবেন কোন বিচারপতির বেঞ্চে মামলাটি যাবে। তিনি এও বলেছিলেন প্রধান বিচারপতি তাঁর কাছে মামলাটি পুনরায় পাঠান তাহলে শুনবেন। অবশেষে তাঁর এজলাসেই মামলা ফিরে আসে।

আপাতত স্বস্তিতে অভিষেক ব্যানার্জি
দমকলে অস্থায়ী কর্মীদের মেয়াদ ১ থেকে বাড়িয়ে ৪ বছর! এভাবে দফতর চালানো যায়? রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের
আপাতত স্বস্তিতে অভিষেক ব্যানার্জি
১৮২ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিকে স্বাধীনতা দিবসে মুক্তি দেবে মধ্যপ্রদেশ সরকার

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in