

আগামী সোমবার পর্যন্ত তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করবে না ইডি। মামলার শুনানি পিছিয়ে যেতে আদালতে এমনটাই দাবি করেছেন ইডির আইনজীবী। ফলে আপাতত স্বস্তিতে অভিষেক।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের নির্দেশে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে পুনরায় ফিরে আসে অভিষেক ব্যানার্জির এফআইআর সংক্রান্ত মামলা। বুধবার বিচারপতি ঘোষ জানান, এখনই অভিষেক ব্যানার্জির মামলা শুনবেন না। আরও অনেক গুরুত্বপূর্ণ মামলা রয়েছে তাঁর এজলাসে। সোমবার বা তারপরে অভিষেকের মামলা শোনা সম্ভব হবে।
পাশাপাশি ইডির দ্রুত শুনানির আবেদনও খারিজ হয়ে যায়। তারপরই ইডির আইনজীবী বিচারপতিকে জানান, আগামী সোমবার পর্যন্ত ইডিরও কোনো কড়া পদক্ষেপের পরিকল্পনা নেই।
নিয়োগ দুর্নীতিতে এফআইআর খারিজের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক ব্যানার্জি। আদালতের তরফ থেকে গত সোমবার পর্যন্ত রক্ষাকবচও পেয়েছিলেন তৃণমূল সাংসদ। রক্ষাকবচ শেষ হতেই মামলাটি ওঠে বিচারপতি ঘোষের এজলাসে।
যার বিরোধিতা করে ইডির আইনজীবী সলিসিটর জেনারেল এসভি রাজু দাবি করেন, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওঠার কথা। আপনার এজলাসে মামলাটি এলো কীভাবে?
এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা থেকে সরে দাঁড়ান। পাশাপাশি বলেন, মামলাটি হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে দেওয়া হলো। প্রধান বিচারপতিই ঠিক করবেন কোন বিচারপতির বেঞ্চে মামলাটি যাবে। তিনি এও বলেছিলেন প্রধান বিচারপতি তাঁর কাছে মামলাটি পুনরায় পাঠান তাহলে শুনবেন। অবশেষে তাঁর এজলাসেই মামলা ফিরে আসে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন