প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত

Kolkata: আচমকাই কলকাতার আকাশে একাধিক রহস্যময় ড্রোন! রাতের ঘটনায় ছড়াচ্ছে উদ্বেগ, কী বলছে লালবাজার?

People's Reporter: জানা গেছে, সোমবার রাতে হঠাৎ করেই কলকাতার বেশ কয়েকটি জায়গায় কয়েকটি ড্রোনকে চক্কর কাটতে দেখা যায়। ভিক্টোরিয়া, ফর্টি টু বিল্ডিংয়ের উপর দিয়ে বিগ্রেডের উপর দিয়ে ড্রোন উড়তে দেখা গেছে।
Published on

আচমকাই কলকাতার আকাশে রহস্যময় ড্রোন। যার পর থেকে চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে। সূত্রের খবর, সোমবার রাতে শহরের একাধিক জায়গায় একাধিক ড্রোনকে চক্কর কাটতে দেখা গেছে। সেগুলি কোথা থেকে এসেছে, কেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে কলকাতা পুলিশ। বর্তমান পরিস্থিতির কোথা মাথায় রেখে গোটা বিষয়টি জানানো হয়েছে সেনাবাহিনীকেও। সেনা সূত্রের খবর, সব কিছু দেখে তারপরেই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ভাবে বিবৃতি দেওয়া হবে।

জানা গেছে, সোমবার রাতে হঠাৎ করেই কলকাতার বেশ কয়েকটি জায়গায় কয়েকটি ড্রোনকে চক্কর কাটতে দেখা যায়। ভিক্টোরিয়া, ফর্টি টু বিল্ডিংয়ের উপর দিয়ে, বিগ্রেডের উপর দিয়ে ড্রোন উড়তে দেখা গেছে। লালবাজার সূত্রে খবর, মোট ৪ টে ড্রোন উড়েছে আকাশে। বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসে প্রশাসন।

পুলিশ সূত্রে খবর, ড্রোনগুলি বেশিরভাগই বিজয় দূর্গ (পূর্বতন ফোর্ট উইলিয়াম) -এর আশেপাশে উড়তে দেখা গেছে। যেহেতু সেটা সেনা দূর্গ, তাই এটা 'রেড জোন' বলেই বিবেচিত। সেখানে ড্রোন ওড়ানোর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি আছে। তাই সোমবারের ঘটনার পর থেকে রহস্য দানা বাঁধছে। খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। 

কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, মহেশতলার দিক থেকে ড্রোনগুলি উড়ে আসতে দেখা যায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই সতর্ক করা হয়। এমনকি সেনাকে বিষয়টি জানানো হয়েছে। তবে সেনার পক্ষ থেকে এনিয়ে প্রকাশ্যে কিছু জানানো হয়নি।

'অপারেশন সিঁদুর'-এর পর থেকে ভারত-পাকিস্তান সীমান্তে ছড়িয়েছে উত্তেজনা। পাকিস্তান ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছিল। বর্তমানে দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি ঘোষণা করলেও হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ভারত সরকার। এই আবহে কলকাতার আকাশে ড্রোন ওড়ার ঘটনায় উদ্বেগ বাড়াচ্ছে।

প্রতীকী ছবি
Congress: কংগ্রেসের নামে ভুয়ো প্রচার - অমিত মালব্য, অর্ণব গোস্বামীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR
প্রতীকী ছবি
Kerala: দশম শ্রেণিতে বাধ্যতামূলক 'রোবটিক্স' শিক্ষা! দেশের প্রথম রাজ্য হিসেবে নজির কেরালার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in