প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত

Kerala: দশম শ্রেণিতে বাধ্যতামূলক 'রোবটিক্স' শিক্ষা! দেশের প্রথম রাজ্য হিসেবে নজির কেরালার

People's Reporter: আগামী ২ জুন থেকে রাজ্যের ৪.৩ লক্ষ শিক্ষার্থীর জন্য রোবটিক্স শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।
Published on

সময় যত এগোচ্ছে, তত উন্নত হচ্ছে প্রযুক্তি। আর সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এবার এক অভিনব পদক্ষেপ করল কেরালা। দেশের প্রথম রাজ্য হিসেবে কেরলে দশম শ্রেণির সিলেবাসে যুক্ত হচ্ছে রোবটিক্স। আগামী ২ জুন থেকে রাজ্যের ৪.৩ লক্ষ শিক্ষার্থীর জন্য সিলেবাসে রোবটিক্স শিক্ষা যুক্ত হবে এবং এই শিক্ষা নেওয়া বাধ্যতামূলক।

রবিবার কেরালা সরকারের পক্ষ থেকে এই নিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে। যেখানে জানানো হয়েছে, দশম শ্রেণীর আইসিটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে রোবট শিক্ষা। বিশেষ করে "দ্য ওয়ার্ল্ড অফ রোবটস" শিরোনামের বইটির প্রথম খণ্ডের ষষ্ঠ অধ্যায়ে রোবোটিক্স সম্পর্কে মৌলিক তথ্য শেখানো হবে পড়ুয়াদের।

কেরালা ইনফ্রাস্টাকচার অ্যান্ড টেকনোলজি ফর এডুকেশন (KITE)-এর সিইও ও আইসিটি টেক্সটবুক কমিটির চেয়ারম্যান কে আনোয়ার সাদাথ জানান, এর মধ্যে রয়েছে সার্কিট নির্মাণ, সেন্সর এবং অ্যাকচুয়েটর ব্যবহার এবং কম্পিউটার প্রোগ্রামিং ব্যবহার করে ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রণ করা। উল্লেখ্য, KITE হল কেরালা সরকারের সাধারণ শিক্ষা বিভাগের কারিগরি শাখা।

এই পাঠ্যক্রমের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য ইতিমধ্যেই রাজ্যের উচ্চ বিদ্যালয়গুলিতে ২৯,০০০ রোবোটিক কিট বিতরণ করা হয়েছে। আনোয়ার সাদাথ বলেন, "এই উচ্চাভিলাষী উদ্যোগটি কেরালার সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা সহজলভ্য করার পূর্বের সাফল্যের উপর ভিত্তি করে তৈরি, যা পূর্ববর্তী শিক্ষাবর্ষে অর্জন করা আরেকটি জাতীয় সাফল্য"।

বিবৃতিতে জানানো হয়েছে, রোবট প্রযুক্তি ব্যবহার করে পড়ুয়াদের হাতে কলমে বহু জিনিস শেখানো হবে। যার মধ্যে রয়েছে, রোবট প্রযুক্তিতে স্যানিটাইজার ডিসপেনসার তৈরি, যেখানে যন্ত্রের সামনে হাত রাখলে স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে যন্ত্র। এছাড়া স্মার্ট হোম অটোমেশন সিস্টেম যার মাধ্যমে মুখ শনাক্তকরণের পাশাপাশি বাড়ির স্মার্ট দরজা তৈরির কৌশল শেখানো হবে।

এটি সহজতর করার জন্য, Pictoblocks সফ্টওয়্যারের প্রোগ্রামিং IDE-এর মধ্যে 'ফেস ডিটেকশন বিল্ট-ইন মডেল' ব্যবহার করবে। ল্যাপটপে ওয়েবক্যাম এবং KITE দ্বারা সরবরাহিত Arduino কিটগুলি দরজা খোলার প্রক্রিয়া প্রোগ্রাম করার জন্য ব্যবহার করা হবে। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রথম ধাপে রোবট প্রযুক্তি হাতে কলমে শিখতে পারবে পড়ুয়ারা। তবে পরববর্তীতে আরও অন্য বিষয় যুক্ত করা হবে এখানে।

বিবৃতিতে জানানো হয়েছে, ইতিমধ্যেই পড়ুয়াদের রোবট শিক্ষা দেওয়ার জন্য শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। ৯,৯২৪ জন শিক্ষককে এই বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। জুলাই মাস থেকে শুরু হবে পড়ুয়াদের রোবট শিক্ষাদান প্রক্রিয়া। মালয়ালম, ইংরেজি, তামিল এবং কন্নড় ভাষায় পড়াশোনা করা দশম শ্রেণির সকল পড়ুয়াদের নতুন এই পাঠ্যবই দেওয়া হবে।

প্রতীকী ছবি
Congress: কংগ্রেসের নামে ভুয়ো প্রচার - অমিত মালব্য, অর্ণব গোস্বামীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in