Congress: কংগ্রেসের নামে ভুয়ো প্রচার - অমিত মালব্য, অর্ণব গোস্বামীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR

People's Reporter: ১৫ মে এক অনুষ্ঠানে সঞ্চালক অর্ণব গোস্বামী দাবি করেন যে তুরস্কে কংগ্রেসের একটি অফিস আছে। পরে চরম সমালোচনার মুখে ২০ মে বিবৃতি দিয়ে রিপাবলিক টিভির পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করা হয়েছে।
অর্ণব গোস্বামী ও অমিত মালব্য
অর্ণব গোস্বামী ও অমিত মালব্যফাইল ছবি, গ্রাফিক্স আকাশ
Published on

ভারতীয় জনতা পার্টির আইটি সেল প্রধান অমিত মালব্য এবং রিপাবলিক টিভির সঞ্চালক অর্ণব গোস্বামীর বিরুদ্ধে কর্ণাটকে অভিযোগ দায়ের করল কংগ্রেস। তাঁদের বিরুদ্ধে ‘ভুয়ো তথ্য সম্প্রচার’-এর অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে সঞ্চালক অর্ণব গোস্বামী দাবি করেন যে তুরস্কে কংগ্রেসের একটি অফিস আছে। যদিও পরে চরম সমালোচনার মুখে এক বিবৃতি দিয়ে রিপাবলিক টিভির পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করা হয়েছে।

কর্ণাটকের বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড পুলিশ থানায় ২০ মে এই বিষয়ে অভিযোগ দায়ের করেছে যুব কংগ্রেসের লিগাল সেল-এর প্রধান শ্রীকান্ত স্বরূপ বিএন। যেখানে বলা হয়েছে রিপাবলিক টিভির এক অনুষ্ঠানে তুরস্কের ‘ইস্তাম্বুল কংগ্রেস সেন্টার’-কে কংগ্রেসের অফিস বলে দেখানো হয়েছে। যে তথ্য সম্পূর্ণ ভুয়ো এবং যার কোনও ভিত্তি নেই।

বিজেপির জাতীয় তথ্য ও প্রযুক্তি বিভাগের দায়িত্বে থাকা অমিত মালব্য এবং রিপাবলিক নেটওয়ার্কের প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ধারা ১৯২ (দাঙ্গা ঘটানোর উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে উস্কানি দেওয়া - যদি দাঙ্গা করা হয়; যদি না করা হয়) এবং ৩৫২ (শান্তি ভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে অপমান) এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে শ্রীকান্ত স্বরূপ সংবাদমাধ্যমে জানান, অমিত মালব্য এবং অর্ণব গোস্বামী "প্রকৃতপক্ষে মিথ্যা তথ্য প্রচারের জন্য একটি জঘন্য এবং অপরাধমূলক প্রচারণার মূল পরিকল্পনাকারী"। তিনি অভিযোগ করেছেন যে অভিযুক্তরা "অভিযুক্তরা ইচ্ছাকৃতভাবে এই ভুয়ো প্রচার করেছে" যে তুরস্কের ইস্তাম্বুল কংগ্রেস সেন্টার ভারতীয় জাতীয় কংগ্রেসের (আইএনসি) অফিস।

এই ঘটনা প্রসঙ্গে কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী জানিয়েছেন, “কংগ্রেসকে বদনাম করা, অস্থিরতা উস্কে দেওয়া এবং জাতীয় নিরাপত্তাকে ক্ষুণ্ন করার এই বিদ্বেষপূর্ণ প্রচেষ্টা গণতন্ত্রের উপর সরাসরি আক্রমণ। আমরা চুপ করে থাকব না। আমাদের পক্ষ থেকে খুব স্পষ্ট বার্তা: আমাদের দল বা দলের নেতৃত্বের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর আইনি ও রাজনৈতিক প্রতিক্রিয়া জানানো হবে।”

গত ১৫ মে রিপাবলিক টিভির ‘ডিবেট উইথ অর্ণব’ অনুষ্ঠানে ‘ইস্তাম্বুল কংগ্রেস সেন্টার’-এর ছবি দেখিয়ে সঞ্চালক অর্ণব গোস্বামী কংগ্রেসের অফিস বলে দাবি করেছিলেন। যা আসলে এক সভাগৃহ। যদিও প্রবল সমালোচনার মুখে ওই অনুষ্ঠানের সেই অংশ মুছে দিতে বাধ্য হয় রিপাবলিক টিভি।

এই অনুষ্ঠানে সঞ্চালক অর্ণব গোস্বামী দাবি করেছিলেন, কংগ্রেস দল আমাদের ‘শত্রু’ তুরস্কের পক্ষে। অর্ণব আরও বলেন, “তুরস্কে আপনার দলের কী ধরণের কাজ আছে?" তিনি দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, "দর্শকগণ, আপনারা কি জানেন যে কংগ্রেস দলের তুরস্কে একটি রেজিস্টার্ড অফিস আছে। ২০১৯ সালে রাহুল গান্ধী বলেছিলেন যে ‘আমাদের তুরস্কে একটি বড় অফিস থাকা উচিত।’” এমনকি মহম্মদ ইউসুফ খান নামক এক ব্যক্তিকে তুরস্কে কংগ্রেসের অফিস দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে বলেও তিনি ওই অনুষ্ঠানে দাবি করেছিলেন।

রিপাবলিক টিভিতে এই অনুষ্ঠান দেখানোর পরেই নিজের এক্স হ্যান্ডেলে তা শেয়ার করেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য এবং বলেন, "আপনারা কি জানেন যে কংগ্রেস পার্টির তুরস্কে একটি রেজিস্টার্ড অফিস আছে? রাহুল গান্ধী কি বলতে পারবেন যে এই অফিসের প্রয়োজন কী? এটি অদ্ভুত এবং বিভিন্ন স্তরে ব্যাখ্যাতীত। ভারত এই তথ্য জানতে চায়। মনে রাখবেন: শত্রুর বন্ধুও শত্রু।”

যদিও ঘটনার পাঁচ দিন পরে ২০ মে বিকেল ৫ টা ৩০ মিনিটে এক এক্স বার্তায় এই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছে রিপাবলিক। নিজেদের এক্স হ্যান্ডেলে এই বিষয়ে রিপাবলিক টিভির পক্ষ থেকে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করা হয়।

অর্ণব গোস্বামী ও অমিত মালব্য
Gujarat: ৭৫ কোটির দুর্নীতিতে এবার হেফাজতে বিজেপি মন্ত্রীর দ্বিতীয় ছেলেও! ধৃতের সংখ্যা বেড়ে ১১
অর্ণব গোস্বামী ও অমিত মালব্য
পাক গোয়েন্দা সংস্থা ISI -র হয়ে গুপ্তচরবৃত্তি! ভারতের ৩ রাজ্য থেকে গ্রেফতার ৮, তালিকা একনজরে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in