
১০০ দিনের কাজে ৭৫ কোটি টাকা দুর্নীতির অভিযোগে এবার গ্রেফতার হলেন গুজরাটের পঞ্চায়েত ও কৃষি প্রতিমন্ত্রী বাচ্চু খাবাড়ের ছোট ছেলে কিরণ খাবাড়। এর আগে শনিবার মন্ত্রীর বড় ছেলে বলবন্ত খাবাড়কে এই মামলায় গ্রেফতার করা হয়।
সোমবার তদন্তকারী আধিকারিক ও ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ জগদীশ সিং ভান্ডারী জানান, কিরণের সঙ্গে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার ফলে মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। সম্প্রতি গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন প্রাক্তন তালুক উন্নয়ন আধিকারিক (TDO) এবং দু'জন সহকারী প্রোগ্রাম অফিসার (APO)।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা বিভিন্ন চুক্তিভিত্তিক সংস্থার মাধ্যমে MGNREGA প্রকল্পের আওতায় কাজ না করেই ভুয়ো নথিপত্র ও জাল কাজ সম্পন্নের সনদ দাখিল করে সরকারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নেয়।
এর আগে মন্ত্রীর জ্যেষ্ঠ পুত্র বলবন্ত খাবাড়কে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছিল, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন (MGNREGA)-র ৭৫ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে মন্ত্রীপুত্রের বিরুদ্ধে। দাহোড় জেলার দেবগড় বারিয়া ও ধনপুর তালুকজুড়ে এই দুর্নীতির জাল বিস্তৃত। দাহোড় আদালতে আগাম জামিনের আবেদন করেও শেষ পর্যন্ত তা প্রত্যাহার করেন বলবন্তসিংহ এবং তাঁর ছোট ভাই কিরণ। তারপরই প্রথম বলবন্তসিংহকে গ্রেফতার করা হয়। এরপর ছোটভাই কিরণকে গ্রেফতার করা হয়।
জগদীশ ভান্ডারী জানিয়েছিলেন, জেলা গ্রামীণ উন্নয়ন কর্তৃপক্ষের (DRDA) এফআইআরের ভিত্তিতে প্রাথমিক তদন্তে বলবন্তসিংহের জড়িত থাকার ইঙ্গিত পাওয়া গেছে। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
গত ৪ এপ্রিল এই নিয়ে এফআইআর দায়ের হয়। অভিযোগ করা হয়, প্রকল্পগুলিতে উপকরণ সরবরাহের দায়িত্ব যেসব সংস্থাগুলি পায়নি, তাদেরকেও নিয়মবহির্ভূতভাবে কাজের বরাত এবং বিল পেশের অনুমোদন দেওয়া হয়েছে। দেবগড় বাড়িয়ার কুভা গ্রামে প্রকল্প বাস্তবায়নের বিল পাশ করা হয়েছে, যদিও বাস্তবে সেখানে কোনও কাজ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের।
২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে সংঘটিত এই দুর্নীতিতে প্রায় ৩৫টি এজেন্সি ও সরকারি কর্মকর্তাদের যোগ থাকার প্রমাণ মিলেছে। তারা রাস্তা, পাথরের বাঁধ নির্মাণের নামে সরকারি অর্থ খরচ হয়েছে দেখায়। কিন্তু বাস্তবে যার কোনো অস্তিত্ব মেলেনি।
বর্তমানে দেবগড় বারিয়া বিধানসভা আসনের বিধায়ক বাচ্চুভাই খাবাড় এই অভিযোগে সরাসরি যুক্ত না হলেও, তাঁর দুই পুত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুরো ঘটনার তদন্ত এখনও চলছে বলে জানিয়েছে পুলিশ।
আর এই গোটা ঘটনায় ওই মন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে কংগ্রেস। এক্স মাধ্যমে গুজরাট কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, "গুজরাটবাসী জানতে চাইছেন, শুধু মন্ত্রীর ছেলেকে গ্রেপ্তার করে কাজ হবে না, মন্ত্রীর পদত্যাগ কবে গৃহীত হবে?"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন