Bihar Elections: আরসিপি সিং-এর পর প্রশান্ত কিশোরের জন সূরজ পার্টিতে প্রাক্তন বিজেপি সাংসদ উদয় সিং

People's Reporter: সোমবার দলের জতীয় সভাপিত হিসেবে প্রাক্তন বিজেপি সাংসদ উদয় সিং-এর নাম ঘোষণা করেছেন। বিহার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তাঁর এই ঘোষণা বড়ো রাজনৈতিক চমক।
নালন্দায় জনসভায় প্রশান্ত কিশোর
নালন্দায় জনসভায় প্রশান্ত কিশোরছবি জন সূরজ এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

নিজের রাজনৈতিক দল জন সূরজ পার্টির জাতীয় সভাপতির নাম ঘোষণায় বড়ো চমক দিলেন প্রশান্ত কিশোর। সোমবার তিনি তাঁর দলের জতীয় সভাপতির নাম ঘোষণা করেন। দলে নিজে এখনও পর্যন্ত কোনও পদ না নিলেও এর আগে প্রাক্তন আইপিএস মনোজ ভারতীকে তিনি দলের কার্যকরী সভাপতির দায়িত্ব দিয়েছেন।

সোমবার দলের জতীয় সভাপিত হিসেবে প্রাক্তন বিজেপি সাংসদ উদয় সিং-এর নাম ঘোষণা করেছেন। বিহার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তাঁর এই ঘোষণা বড়ো রাজনৈতিক চমক।

এদিন পাটনায় এক সাংবাদিক সম্মেলনে প্রশান্ত কিশোর বলেন, এবার তিনি মূলত জনসংযোগে নজর দেবেন এবং দলের কাজকর্ম দেখার দায়িত্ব তুলে দেবেন উদয় সিং, আর সি পি সিং-এর মত দক্ষ নেতৃত্বের হাতে। উল্লেখ্য, গতকাল রবিবারই জন সূরজ পার্টিতে যোগ দিয়েছেন আরসিপি সিং।

এদিন প্রশান্ত কিশোর বলেন, আমি আগামীকাল থেকে বিহারে আমার পদযাত্রা শুরু করতে পারবো। তিনি আরও বলেন, দলের সভাপতি নির্বাচনের জন্য এক কমিটি গঠিত হয়েছে। সেই কমিটি সর্বসম্মতভাবে উদয় সিং-কে সভাপতি নির্বাচিত করেছে।

গতকালই জন সূরজ পার্টিতে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও একদা নীতিশ কুমার ঘনিষ্ঠ আরসিপি সিং। একসময় বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ঘনিষ্ঠ থাকলেও ২০২১ সাল থেকে তাঁদের সম্পর্কে অবনতি ঘটে ১৯৮৪ ব্যাচের এই আইএএস অফিসারের সঙ্গে। ২০২১ সালের আগস্ট মাসে তিনি জেডিইউ-এর জাতীয় সভাপতির পদ ছাড়েন। ২০১০ সালে স্বেচ্ছাবসর নিয়ে তিনি রাজ্যসভায় নির্বাচিত হন। দীর্ঘ সময় সাংসদ থাকলেও ২০২২ সালে দল তাঁকে মনোনয়ন না দেওয়ায় তিনি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে বাধ্য হন। ২০২৩-এর মে মাসে তিনি নয়াদিল্লী গিয়ে বিজেপিতে যোগ দেন। যদিও নীতিশ কুমার বিজেপির সঙ্গে জোট বাধায় তিনি সেখানেও যথেষ্ট গুরুত্ব পাননি।

কে এই উদয় সিং?

প্রাক্তন বিজেপি সাংসদ উদয় সিং এর আগে দু’বার পূর্ণিয়া লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন। যদিও ২০১৯ লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন। ২০০৪ এবং ২০০৯ সালে তিনি বিজেপি প্রার্থী হিসেবে পূর্ণিয়া কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। ২০১৪ সালে বিজেপি প্রার্থী হিসেবে এবং ২০১৯ সালে কংগ্রেস প্রার্থী হিসেবে ওই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও দু’বারই জেডিইউ প্রার্থী কাছে পরাজিত হন।

জন সূরজ পার্টি

২০২৪-এর ২ অক্টোবর জন সূরজ পার্টির সূচনা করেন প্রশান্ত কিশোর। প্রথমেই তিনি জানিয়েছিলেন দল গঠন করলেও দলে তিনি কোনও পদ নেবেন না। ফলে এতদিন পর্যন্ত দলে কেউ সভাপতি ছিলেন না। যদিও দল গঠনের কিছুদিন পরেই তিনি অবসরপ্রাপ্ত আইপিএস মনোজ ভারতীকে দলের কার্যকরী সভাপতি মনোনীত করেন।

নালন্দায় জনসভায় প্রশান্ত কিশোর
'কুমিরের কান্না' - কর্নেল কুরেশিকে নিয়ে মন্তব্যে বিজয় শাহের ক্ষমা প্রার্থনা খারিজ সুপ্রিম কোর্টে
নালন্দায় জনসভায় প্রশান্ত কিশোর
Congress: যে কোনও বিরুদ্ধ মতকে বিজেপি ভয় পায় - অধ্যাপকের গ্রেপ্তারির প্রতিবাদে সরব কংগ্রেস

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in