
ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ। এই নিয়ে শীর্ষ আদালতে তীব্র ভর্ৎসিত হয়েছিলেন তিনি। পরে সুপ্রিম কোর্টে ক্ষমা চান তিনি। কিন্তু তাঁর ক্ষমা প্রার্থনার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মন্তব্য, আইনি প্রক্রিয়া থেকে নিজেকে বাঁচাতে মানুষ প্রায়শই 'কুমিরের কান্না' কাঁদে। বিচারপতি সূর্য কান্তের কথায়, আন্তরিকভাবে ক্ষমা চাননি বিজয় শাহ।
পাশাপাশি, শাহের বিরুদ্ধে তদন্তের জন্য তিন সদস্যের একটি বিশেষ দল (এসআইটি) গঠনের নির্দেশ দিয়েছে আদালত। আগামী ২৮ মে -এর মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই কমিটিকে।
এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ফের মন্ত্রীর এহেন আপত্তিকর মন্তব্যের জন্য তাঁকে তিরস্কার করে বলেন, "আপনি কী ধরণের ক্ষমা প্রার্থনা করছেন? ক্ষমা চাওয়ার তো তো একটা ধরন থাকে। কখনও কখনও মানুষ কেবলমাত্র বিচার প্রক্রিয়া থেকে মুক্তি পাওয়ার জন্য বিনয়ী ভাষা ব্যবহার করে। আবার কখনও কখনও কুমিরের কান্না করে। আপনি কী ধরনের ক্ষমা চাইছেন? আসলে আপনি একটা ধারণা তৈরি করতে চান যে আদালত আপনাকে ক্ষমা চাইতে বলেছে। যে আপত্তিকর মন্তব্য আপনি করেছেন, তার জন্য এখনও পর্যন্ত আন্তরিকভাবে ক্ষমা চাইতে পারলেন না কেন বলুন তো?"
পাশাপাশি, এই মামলার প্রেক্ষিতে মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এদিন শুনানিতে তা জানতে চান বিচারপতি। এছাড়া পুলিশকে তদন্তের গতবিধি নিয়েও জিজ্ঞাসা করে।
প্রসঙ্গত, গত সোমবার ইন্দোরের কাছে মোহাউতে তহসিলের মানপুরে একটি সরকারি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বিজয় শাহ বলেন, “ওরা আমাদের হিন্দু ভাইদের পোশাক খুলে ধর্মীয় পরিচয় যাচাই করে হত্যা করেছে। প্রধানমন্ত্রী মোদিজি ওদের (জঙ্গিদের) বোনকেই পাঠিয়েছেন ওদের বাড়িতে হামলার জন্য। ওরা (জঙ্গিরা) আমাদের বোনকে বিধবা করেছে, তাই মোদিজি ওদের সম্প্রদায়ের বোনকেই ওদের পোশাক খুলে উচিত শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন”।
অবশ্য বিতর্কের জেরে বুধবার নিজের এক্স হ্যান্ডেলে ক্ষমা চেয়ে নিয়েছেন মন্ত্রী বিজয় শাহ। তিনি লেখেন, "আমি বিজয় শাহ, আমার সাম্প্রতিক বক্তব্য, যা প্রতিটি সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছে, তার জন্য কেবল লজ্জিত এবং দুঃখিতই নই, বরং আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ক্ষমাও চাইছি। আমাদের দেশের বোন সোফিয়া কুরেশিজী জাতি ও সমাজের ঊর্ধ্বে উঠে তাঁর জাতীয় কর্তব্য পালন করেছেন।"
উল্লেখ্য, ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশির বিরুদ্ধে "অশ্লীল" মন্তব্য এবং "নোংরা ভাষা" ব্যবহারের কারণে মধ্যপ্রদেশ হাইকোর্ট বিজয় শাহের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিজয় শাহ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং জরুরি শুনানির আবেওন জানান। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তা প্রত্যাখ্যান করে। পাশাপাশি, বিজয় শাহকে কর্নেল সোফিয়া কুরেশির কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন