
হরিয়ানার জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রার পর এবার পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হল উত্তরপ্রদেশের ব্যবসায়ী শেহজাদ। শনিবার উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্স (এটিএস) মোরাদাবাদ থেকে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অভিযোগ, গত কয়েক বছর ধরে বেআইনিভাবে দুইদেশের মধ্যে ব্যবসা চালাতেন শেহজাদ।
এটিএস-এর তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, বহুদিন ধরেই বেআইনিভাবে ব্যবসা করার জন্য শেহজাদের উপর নজরদারি চালানো হচ্ছিল। রামপুর জেলার বাসিন্দা ওই ব্যবসায়ী। ওই ব্যবসায়ী গত কয়েক বছরে ঘনঘন পাকিস্তানে যাতায়াত করেছেন। প্রসাধনী, পোশাক, মসলার মতো নানান দ্রব্য পাচার করতেন তিনি। আর এর আড়ালেই চলত পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি।
অভিযোগ, পাকিস্তান গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে ভারতের জাতীয় নিরাপত্তা সম্পর্কিত সংবেদনশীল এবং গোপন তথ্য পাচার করতেন শেহজাদ। এমনকি দেশের অভ্যন্তরে আইএসআই-এর হয়ে একাধিক অভিযান পরিচালনা করতেন তিনি। পাক সন্ত্রাসীদের জন্য টাকা এবং সিম কার্ড জোগাড় করতেন তিনি। রামপুর থেকে বহু ব্যক্তিকে পাকিস্তানেও পাঠিয়েছিলেন তিনি বলে তদন্তে জানা গেছে। এই ব্যক্তিদের ভিসার ব্যবস্থা করত আইএসআই স্বয়ং।
শেহজাদের বিরুদ্ধে লখনউয়ের এটিএস থানায় ভারতীয় ন্যায় সংহিতা ১৪৮ এবং ১৫২ ধারায় মামলা রজু করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির জন্য গ্রেফতার করা হয়েছে হরিয়ানার জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা। 'ট্র্যাভেল উইথ জো' (Travel with Jo) নামে একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন তিনি। এছাড়া তথ্য পাচারের অভিযোগে আরও ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকলেই পাঞ্জাব ও হরিয়ানার বাসিন্দা। এজেন্ট, আর্থিক সহায়তাকারী এবং তথ্যদাতা হিসেবে কাজ করতেন ধৃতরা।
পুলিশ সূত্রে জানা যায়, নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের আধিকারিক এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জ্যোতির। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে দানিশ সহ কয়েকজন পাকিস্তানি চরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন জ্যোতি। পরিচয় গোপন রাখতে মোবাইলে অন্য নামে সেই নম্বরগুলি সেভ করতেন তিনি। ভারতের গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পর্কে সংবেদনশীল তথ্য শেয়ার করতেন এদের সাথে। একাধিকবার পাকিস্তান ভ্রমণ করেছেন জ্যোতি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন