
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়ে বিশ্ব ব্যাঙ্কের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এই নিয়ে মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়লেন স্নেহাশিস চক্রবর্তী। জানা গেছে, পরিবহণ দফতরের এহেন কাজে বিরক্তি প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, মন্ত্রিসভার বৈঠকে মলয় ঘটক এবং চন্দ্রিম ভট্টাচার্যকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়।
পূর্বনির্ধানিত মন্ত্রিসভার বৈঠক ছিল সোমবার। সূত্রের খবর, এদিনের বৈঠকে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর উপর বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি বিশ্ব ব্যাঙ্কের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে রাজ্যের পরিবহণ দফতরের। সেই সংক্রান্ত বিষয়ে নাকি মুখ্যমন্ত্রীকে কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, রাজ্য সরকারের কোনও দফতর নীতিগত সিদ্ধান্ত নিতে চাইলে আগে মুখ্যমন্ত্রীর অনুমোদন নেওয়া জরুরি। কিন্তু এক্ষেত্রে তা না হওয়ায় মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়েন স্নেহাশিস চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর নির্দেশ, দ্রুত এবিষয়ে তাঁকে সমস্ত তথ্য জানাতে হবে।
অন্যদিকে, সূত্রের খবর, সোমবারের বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিকাঠামো নিয়েও উষ্মাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বস্তুত, রাজ্যের আইনি পরিকাঠামো ঠিকঠাক করার বিষয়ে মন্ত্রীদের বেশ কিছু নির্দেশ দিয়েছিলেন মমতা। কিন্তু সেগুলো হয়নি। যার ফলে আইন মন্ত্রী মলয় ঘটককে বাড়তি দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, সম্প্রতি দলের লিগ্যাল সেল থেকে মলয় ঘটককে সরিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে চন্দ্রিমাকেও বেশ কিছু দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী।
এছাড়া ফরাক্কা, শমসেরগঞ্জ, সুতি-১ এবং ২ ব্লক নিয়ে নতুন মহাকুমা তৈরির সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা বলে সূত্রের খবর। প্রসঙ্গত, সম্প্রতি উত্তপ্ত মুর্শিদাবাদে গিয়ে মুখ্যমন্ত্রী বেশ কিছু ঘোষণা করেছিলেন। যার মধ্যে ফরাক্কাকে নতুন মহকুমা করার কথাও বলেছিলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন