‘যোগ্য’ চাকরিহারাদের নিয়ে SSC ভবনের সামনে বাম ছাত্র-যুবদের মিছিল, পুলিশের সঙ্গে বচসা, আটক অনেকে

People's Reporter: ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে সেই বিক্ষোভ মিছিল সল্টলেক এসএসসি ভবনের সামনে পৌঁছাতেই পুলিশি বাধার মুখে পড়ে। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
মিনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল SSC ভবনের সামনে পৌঁছাতেই পুলিশি বাধার মুখে পড়ে
মিনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল SSC ভবনের সামনে পৌঁছাতেই পুলিশি বাধার মুখে পড়ে

সোমবার এসএসসি নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরিহারা হন ২৫,৭৫৩ জন। এঁদের মধ্যে প্রায় ১৯ হাজার জন যোগ্য চাকরিপ্রার্থী রয়েছেন বলে দাবি করেছে এসএসসি। হাইকোর্টের এই নির্দেশের প্রেক্ষিতে শনিবার বাম যুব সংগঠন এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিল। বাম যুব সংগঠনের সেই অভিযানে সামিল হন যোগ্য চাকরিহারাদের একাংশ। সেই অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়।

ডিওয়াইএফআই, এসএফআই সহ বাম যুব সংগঠনের নেতৃত্বে শনিবারের বিক্ষোভ মিছিল যাওয়ার কথা ছিল এসএসসি ভবনের সামনে। এরপর তাঁদের স্কুল সার্ভিস কমিশনকে একটি ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি ছিল। কিন্তু এদিন দুপুরে ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে সেই বিক্ষোভ মিছিল সল্টলেক এসএসসি ভবনের সামনে পৌঁছাতেই পুলিশি বাধার মুখে পড়ে।

জানা গেছে, করুণাময়ীতে আচার্য সদনের সামনের অংশ ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছিল পুলিশ যাতে বিক্ষোভকারীরা এগোতে না পারেন। কিন্তু বাম ছাত্র-যুবরা সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। এরপর দুপক্ষের মধ্যে বচসার সৃষ্টি হয়। কিছু সময় পর শুরু হয় পুলিশের ধড়পাকড়। জানা গেছে, এই ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

এই ঘটনায় অভিযোগকারীরা পুলিশের বিরুদ্ধে তাঁদের অন্যায়ভাবে বাধা দেওয়ার অভিযোগ তোলে। বিক্ষোভকারীদের গায়ে হাত তোলা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। আটকদের মুক্তির দাবিতে আচার্য সদনের সামনেই বিক্ষোভে বসেছেন বাকিরা।

মিনাক্ষী মুখোপাধ্যায় বলেন, ‘‘আমরা এসএসসি ভবনে গিয়ে ডেপুটেশন জমা দিতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ অন্যায় ভাবে আমাদের আটকে দেয়। আমাদের অনেককে আটক করেছে। তাঁদের মুক্তি না দেওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে।’’

মিনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল SSC ভবনের সামনে পৌঁছাতেই পুলিশি বাধার মুখে পড়ে
SSC Scam: যতদিন সুপ্রিম কোর্টে মামলা চলবে, চাকরিহারাদের বেতন দেবে রাজ্য সরকার!
মিনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল SSC ভবনের সামনে পৌঁছাতেই পুলিশি বাধার মুখে পড়ে
'মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত' - নিয়োগ দুর্নীতির নিয়ে মমতা ব্যানার্জিকে আক্রমণ বিমান বসুর

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in