কমিশনের দপ্তরের সামনে বামফ্রন্টের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার, গ্রেফতার ৩২০, কাল রাজ্যের সর্বত্র প্রতিবাদ

বিমান বসু বলেন, কলকাতা পুরনির্বাচনে কনট্রাক্টচুয়াল কর্মীদের তৃণমূল বলেছে মিনিমাম ৬টা ছাপ্পা ভোট দিতে, তাহলে তাদের চাকরি থাকবে। অর্থাৎ আপনার চাকরি নির্ভর করবে আপনি কটা ছাপ্পা ভোট দিতে পারবেন তার ওপর।
সাংবাদিক বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু
সাংবাদিক বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুনিজস্ব চিত্র

রাজ‍্য নির্বাচন কমিশনের সামনে বামফ্রন্টের‌ বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। রবীন দেব, কল্লোল মজুমদার সহ তিন শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর প্রতিবাদে আগামীকাল রাজ‍্যের সর্বত্র বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বামফ্রন্ট। বামফ্রন্টের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন বিমান বসু।

সাংবাদিক বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, 'রাজ্য নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে তাতে ‌তাদের কোনো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি আছে বলে বোঝা যাচ্ছে না। হাইকোর্টে দাঁড়িয়ে কমিশন‌ বলেছিল, ২টা ফেজে পাঁচটা পুরনিগম এবং ১০৯টা পুরসভার নির্বাচন হবে। ২২ জানুয়ারি পুরনিগম এবং ২৭ ফেব্রুয়ারি পুরসভা। কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণার সময় মাত্র চারটি পুরনিগমে ভোট ঘোষণা করেছে কমিশন।'

তিনি বলেন, 'সমস্ত পুরনিগম এবং পুরসভাতে নির্বাচনের দাবি সহ একাধিক দাবিতে আজ রাজ‍্য নির্বাচন কমিশনের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি ছিল বামফ্রন্টের। ২টার সময় বিক্ষোভ কর্মসূচি ছিল। দেড়টার সময় থেকে গ্রেফতার করা শুরু করে দিয়েছে পুলিশ। যেই বিক্ষোভস্থলে পৌঁছেছেন তাঁকেই গ্রেফতার করেছে। রবিন দেব, কল্লোল মজুমদাররা গাড়ি থেকে নামতেই তাদের গ্রেফতার করা হয়েছে। ওয়ারেন্ট অর্ডারও দেখায়নি পুলিশ। অনান‍্য‌ শরিক দলের নেতাদেরও গ্রেফতার করি হয়েছে। কমপক্ষে ৩২০ জনকে‌ গ্রেফতার করা হয়েছে। তাদের‌ অপরাধ কী?'

বিমান বসুর অভিযোগ, রাজ‍্যে করোনার বৃদ্ধিতে সরকার নিজেই সাহায্য করছে। তিনি বলেন, 'যেভাবে গাদাগাদি করে গাড়িতে ভরে নিয়ে যাচ্ছে, ওমিক্রন বাড়তে সরকারই সাহায্য করছে।‌ রাজ‍্য সরকার নিজেই বিধিনিষেধ মানছে না। খোলা জায়গায় দূরত্ব‌ বজায় রেখে বিক্ষোভ দেখানো হচ্ছিল। কিন্তু তাদের গ্রেফতার করে গাদাগাদি করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। আর কিভাবে নিয়ে যাচ্ছে! পাঁজাকোলা করে, টেনেহিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বিক্ষোভকারীদের। মহিলা পুলিশ প্রথমদিকে ছিলেন না, মহিলাদেরও পুরুষ পুলিশ টেনে নিয়ে যাচ্ছে। পরে মহিলা পুলিশ এসেছে। মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করার জন্য যা যা করণীয় এই সরকার সব করছে। এটা কখনো বরদাস্ত করা যায় না। রাজ‍্য বামফ্রন্ট আগামীকাল ‌রাজ‍্যের সর্বত্র প্রতিবাদ-বিক্ষোভ‌ কর্মসূচি পালন করবে।'

কলকাতা কর্পোরেশনের ভোটে ছাপ্পার অভিযোগ তুলে তিনি বলেন, 'কলকাতা কর্পোরেশন নির্বাচনে নোংরা খেলা খেলেছে তৃণমূল। কনট্রাক্টচুয়াল কর্মীদের বলা হয়েছে মিনিমাম ৬টা ছাপ্পা ভোট দিতে হবে তাহলে তাদের চাকরি থাকবে। অর্থাৎ আপনার চাকরি থাকবে কিনা তা নির্ভর করবে আপনি কটা ছাপ্পা ভোট দিতে পারবেন। ভয়ঙ্কর ব‍্যাপার। ১ থেকে ১৪৪, সব ওয়ার্ডে এই কায়দায় ফলস ভোটিং করা হয়েছে। ভোটের নামে প্রহসন হয়েছে। শাসক দলকে রুখতে কোনো ভূমিকা নেয়নি নির্বাচন কমিশন।'

তিনি আরও বলেন, '৫ তারিখে নতুন ভোটার তালিকা প্রকাশিত হবে। কারেকশনের জন্য সাত দিন সময় দিয়ে ১২ তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। কিন্তু সেই তালিকা অনুযায়ী ভোট হবে না।‌ অর্থাৎ নতুন ভোটারদের ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হলো। রাজ‍্য সরকারের অঙ্গুলীহেলনে এই কাজ করেছে কমিশন।'

সাংবাদিক বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু
Left-Congress: কলকাতা পুরভোটে ভেস্তে গেছে বাম-কং জোট, বাকি পুরনির্বাচন নিয়ে কী বলছে দুই দল?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in