
আগামী কয়েক সপ্তাহের মধ্যে কলকাতার একাধিক জায়গায় ঘটতে পারে হিংসাত্মক ঘটনা। কলকাতা পুলিশের তরফ থেকে বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে। সেকারণে আগামী দেড় মাস শহরের একাংশে বড় জমায়েত নিষিদ্ধ করেছে কলকাতা পুলিশ।
বৃহস্পতিবার এই নিয়ে একটি বিবৃতি জারি করেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। বিবৃতি অনুযায়ী, আগামী ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত কলকাতার বৌবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা এবং ধর্মতলা এলাকায় কে সি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের দিকের এলাকায় পাঁচ থেকে ছয় জনের বেশি জমায়েত করা যাবে না।
একই সঙ্গে বলা হয়েছে, এই সময়ের মধ্যে কারও হাতে লাঠি বা এই ধরনের কোনও 'অস্ত্র' দেখতে পেলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩(২) ধারা মেনে এই নিষেধাজ্ঞা জারি করছে পুলিশ। পাশাপাশি, এই দেড় মাস কোনও রকম জনসভা, মিছিল, মিটিংও করা যাবে না এই এলাকাগুলিতে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন