Dress Code: পরে আসা যাবে না ছেঁড়া জিনস, কলকাতার এই কলেজে পড়ুয়া-অভিভাবকদের দিতে হবে লিখিত প্রতিশ্রুতি

পিপলস রিপোর্টার: এই বছর কলকাতার আচার্য জগদীশ চন্দ্র বসু কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের লিখিতভাবে জানাতে হবে যে তারা সাধারণ পোশাক পরে কলেজে আসবে এবং কলেজে আসার সময় "ছেঁড়া-জিনস" এর মতো পোশাক পরবে না।
কলকাতার এজেসি বোস কলেজ
কলকাতার এজেসি বোস কলেজগ্রাফিক্স - আকাশ

গত বছর পর্যন্ত কলকাতার এক কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য ‘পোশাক বিধি’ (Dress Code) মৌখিকভাবে জারি থাকলেও এই বছর তা আনুষ্ঠানিকভাবে জারি করা হচ্ছে। যা নিয়ে ইতিমধ্যেই উঠেছে বিতর্ক।

এই বছর কলকাতার আচার্য জগদীশ চন্দ্র বসু কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের লিখিতভাবে জানাতে হবে যে তারা "সাধারণ পোশাক" পরে কলেজে আসবে এবং কলেজে আসার সময় "ছেঁড়া-জিনস" এর মতো পোশাক পরবে না। ছাত্রছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও অনুরূপ অঙ্গীকার করতে হবে।

কলেজের অধ্যক্ষ, পূর্ণ চন্দ্র মাইতি, কলেজ কর্তৃপক্ষের আরোপিত এই নতুন নিয়মকে মান্যতা দিয়ে স্পষ্টভাবে এই বিষয়ে তাঁর বক্তব্য জানিয়েছেন।

এই প্রসঙ্গে তিনি বলেন, “গত বছর পর্যন্ত, আমরা কলেজের নোটিশ বোর্ডে ড্রেস-কোডের উপর একটি নোটিশ রেখেছিলাম। কিন্তু এই বছর, আমরা চাই এই ব্যবস্থা একটি অফিসিয়াল রূপ ধারণ করুক এবং তাই আমরা আমাদের কলেজে ভর্তি হওয়া সমস্ত ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকদের কাছ থেকে কঠোরভাবে ড্রেস কোড মেনে চলার বিষয়ে একটি অঙ্গীকার নিচ্ছি। কলেজ পড়াশোনার জন্য, ফ্যাশন-প্যারেডের জন্য নয়।”

কলেজের সঙ্গে সংশ্লিষ্টরা এই বিষয়ে জানিয়েছে যে, যেহেতু পোশাক বিধি সংক্রান্ত নোটিশ দেওয়া হলেও তাতে বিশেষ সাড়া মেলেনি তাই এবার নোটিশের বদলে অধ্যক্ষ এবার সরাসরি ছাত্র এবং অভিভাবকদের অঙ্গীকারবদ্ধ করতে চাইছেন।

কলকাতার এজেসি বোস কলেজ
Sujit Bose: "চিঠিই পাইনি তো যাওয়ার প্রশ্ন কেন?" - পুর নিয়োগ দুর্নীতিতে CBI হাজিরা এড়ালেন সুজিত বসু
কলকাতার এজেসি বোস কলেজ
CPIM: পুজোর আগে অভিষেককে গ্রেফতার না করলে ED-CBI দপ্তর অভিযান করবে বামেরা - হুঁশিয়ারি সেলিমের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in