KMC: কলকাতা পুরসভা এলাকায় সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম লিখতেই হবে বাংলাতেও - উদ্যোগ কেএমসি-র

People's Reporter: এর আগে বাম জমানায় ২০০৭ সালে কলকাতা পুরসভার মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য সব ব্যবসায়িক প্রতিষ্ঠানে সাইনবোর্ডে অন্যান্য ভাষার পাশাপাশি বাঙলার ব্যবহার বাধ্যতামূলক করেছিলেন।
কলকাতা পুরসভা
কলকাতা পুরসভাফাইল চিত্র
Published on

কলকাতা পুরসভা এলাকায় সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম অন্যান্য ভাষার পাশাপাশি বাংলায় লেখা বাধ্যতামূলক করতে চলেছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার এক আধিকারিক একথা জানিয়েছেন।

পুরসভার সচিব স্বপন কুন্ডু জানিয়েছেন, কলকাতা পুরসভা সমস্ত দোকান, রেস্তোরাঁ এবং অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে এবং তাদের এই বিষয়ে জানানো হচ্ছে। আগামী ২১ ফেব্রুয়ারি, ২০২৫-এর মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে।

তিনি আরও জানান, সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানকে তাদের প্রতিষ্ঠানের নাম অন্যান্য ভাষার পাশাপাশি বাঙলায় লেখা নিশ্চিত করার জন্য পুরসভার পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

গত অক্টোবর মাসে কলকাতা পুরসভার পুরপিতা বিশ্বরূপ দে এক অধিবেশনে বলেছিলেন, কলকাতা পুরসভা সংলগ্ন সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানের বোর্ডে প্রতিষ্ঠানের নাম বাংলায় লেখা বাধ্যতামূলক করা উচিত। তিনি আরও বলেন, এছাড়াও পুরসভার সমস্ত নোটিশ, চিঠি, তথ্যাদি বাঙলায় প্রকাশ করা উচিত।

এর আগে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, তিনি সব বেসরকারি বিজ্ঞাপন সংস্থাকে অনুরোধ করবেন কলকাতা শহরের বিজ্ঞাপনে বাংলার ব্যবহার বাড়ানোর জন্য।

যদিও এবারই প্রথম নয়। এর আগে বাম জমানায় ২০০৭ সালে কলকাতা পুরসভার মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য এক নোটিশ ইস্যু করে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানে সাইনবোর্ডে অন্যান্য ভাষার পাশাপাশি বাঙলার ব্যবহার বাধ্যতামূলক করেছিলেন।

কলকাতা পুরসভা
৫ দফা দাবিতে সংসদ ভবন ঘেরাও অভিযান কৃষকদের, নিরাপত্তা জোরদার নয়ডা-দিল্লি সীমান্তে
কলকাতা পুরসভা
CV Ananda Bose: নিজেই নিজের মূর্তি উন্মোচন রাজ্যপাল বোসের, বিতর্ক শুরু হতে কী ব্যাখ্যা রাজভবনের?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in