
• গত ১৪ মে সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও পোষ্ট করেছিলেন শর্মিষ্ঠা পানোলী।
• ওই ভিডিও ঘিরে বিতর্ক শুরু হলে তিনি ভিডিওটি ডিলিট করে দেন।
• বিচারপতি পার্থ সারথি চ্যাটার্জি জানিয়েছেন, অভিযুক্তের মন্তব্য এক সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে
• আগামী ৫ জুন এই মামলার পরবর্তী শুনানি।
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং আইনের ছাত্রী শর্মিষ্ঠা পানোলির অন্তর্বর্তীকালীন জামিনের আর্জি খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার এই আর্জির প্রেক্ষিতে হাই কোর্ট জানায়, বাক স্বাধীনতা কখনই সীমাহীন নয় এবং বাক স্বাধীনতা কখনই অন্যের ধর্মীয় অনুভূতিকে আঘাত করার অনুমতি দেয় না।
সম্প্রতি অপারেশন সিঁদুরের পর ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে মানুষকে আক্রমণ করে তিনি এক ভিডিও পোষ্ট করেছিলেন। ২২ বছর বয়সী আইনের ছাত্রীর এই আপত্তিকর ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরেই ওই ভিডিও ঘিরে বিতর্ক শুরু হলে তিনি ভিডিওটি ডিলিট করে দেন।
এই ভিডিও বিষয় নিয়ে বিতর্কের কারণে গত ৩০ মে শর্মিষ্ঠা পানোলিকে গুরগাঁও থেকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। কলকাতার এক আদালত তাঁর ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয়।
বার এন্ড বেঞ্চ-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার আদালতে বিচারপতি পার্থ সারথি চ্যাটার্জি জানিয়েছেন, অভিযুক্তের মন্তব্য এক সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং ভারত একটি বৈচিত্র্যময় দেশ হওয়ায়, অন্যদের আঘাত করার জন্য বাক স্বাধীনতার অপব্যবহার করা উচিত নয়।
আগামী ৫ জুন পরবর্তী অবসরকালীন বেঞ্চে এই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে এবং ওই শুনানির সময় রাজ্যকে হলফনামা দিতে হবে। একইসঙ্গে পুলিশকে বেঞ্চের সামনে কেস ডায়েরি হাজির করতে হবে বলেও জানানো হয়েছে।
এদিন আদালতে শর্মিষ্ঠা পানোলির পক্ষের আইনজীবী ডি পি সিং জানান, পানোলির মনোযোগ-ঘাটতি/অতিসক্রিয়তা ব্যাধি (Attention-deficit/hyperactivity disorder - ADHD) আছে এবং জেলে তিনি সমস্যার সম্মুখীন হচ্ছেন। তিনি আরও বলেন যে এফআইআর-এ কোনও বিষয়বস্তু নেই এবং তবুও সারা দেশে অভিযান চালানো হচ্ছে। আদালতে জামিনের আবেদনের বিরোধিতা করেন সরকার পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর ভারতের সামরিক প্রতিক্রিয়া সম্পর্কে পাকিস্তানি এক ফলোয়ারের প্রশ্নের জবাবে ১৪ মে ইনস্টাগ্রামে পানোলি ওই ভিডিও পোস্ট করেন।
ভিডিওতে তিনি ইসলাম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ করা হয় এবং এই বিষয়ে বলিউড অভিনেতাদের নীরবতার জন্য তাদেরও তিনি সমালোচনা করেন। অতি দ্রুত এই ভিডিও ভাইরাল হ্যায় এবং ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। তুমুল বিতর্কের জেরে ১৫ মে, তিনি ওই ভিডিও ডিলিট করে দেন এবং এক্স-হ্যান্ডেল ক্ষমা চান।
কলকাতা পুলিশ ৩০ মে রাতে তাঁকে গ্রেপ্তার করে। কলকাতা পুলিশ জানিয়েছে, পানোলি এবং তার পরিবারকে আইনি নোটিশ দেওয়ার জন্য একাধিক চেষ্টা করা হলেও তাদের খুঁজে পাওয়া যায়নি। পরে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাঁকে গুরুগ্রাম থেকে হেফাজতে নেওয়া হয়।
Keywords: India, diverse country, free speech, misuse, Calcutta High Court, hurt religious sentiments
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন