Operation Sindoor: ‘অপারেশন সিঁদুর’–এর সমর্থনে দেশজুড়ে ‘জয় হিন্দ যাত্রা’ কংগ্রেসের

People's Reporter: ‘জয় হিন্দ যাত্রা’-এর মাধ্যমে তারা দেশের নাগরিকদের জাতীয় স্বার্থে শান্তি, ঐক্য এবং সংযম বজায় রাখার আবেদন জানাবে বলে জানিয়েছে কংগ্রেস।
Operation Sindoor: ‘অপারেশন সিঁদুর’–এর সমর্থনে দেশজুড়ে ‘জয় হিন্দ যাত্রা’ কংগ্রেসের
প্রতীকী ছবি, আইএনসি এক্স হ্যান্ডেলের সৌজন্যে
Published on

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার প্রত্যাঘাত জানিয়ে ভারতীয় সেনাবাহিনীর করা ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) অভিযানের সমর্থনে দেশজুড়ে ‘জয় হিন্দ যাত্রা’ শুরু করলো কংগ্রেস। শুক্রবার দেশের সমস্ত রাজ্য সদর দপ্তর থেকে এই যাত্রা শুরু করেছে কংগ্রেস।

ছত্তিশগড়ে কংগ্রেসর 'জয় হিন্দ যাত্রা' শুরু
ছত্তিশগড়ে কংগ্রেসর 'জয় হিন্দ যাত্রা' শুরুছবি - কংগ্রেসের এক্স হ্যান্ডেল

‘জয় হিন্দ যাত্রা’-এর মাধ্যমে তারা দেশের নাগরিকদের জাতীয় স্বার্থে শান্তি, ঐক্য এবং সংযম বজায় রাখার আবেদন জানাবে বলে জানিয়েছে কংগ্রেস। অন্যদিকে, ভারতীয় সেনাবাহিনীর প্রতি ঐক্যবদ্ধ সমর্থন জানাতে কংগ্রেস ইতিমধ্যেই তাদের সমস্ত রাজনৈতিক দলীয় কর্মসূচি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে পহেলগাঁও হামলার পর হওয়া সর্বদলীয় বৈঠকেই কেন্দ্রীয় সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে কংগ্রেস। যদিও বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপস্থিত থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

এরপর গতকাল অর্থাৎ বৃহস্পতিবারও ফের ডাকা হয় সর্বদলীয় বৈঠক। সেই বৈঠকে কেন্দ্রের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পদক্ষেপ সম্পর্কে রাজনৈতিক দলগুলিকে অবহিত করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহ, জেপি নাড্ডা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধী সহ আরও কয়েকজন। এদিনও উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী। যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা।

উল্লেখ্য, মঙ্গলবার মধ্যরাতে 'অপারেশন সিঁদুর' অভিযান চালিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এর পাল্টা প্রত্যাঘাত করে পাকিস্তান। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জম্মু ও পাঞ্জাবে একের পর এক ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। অবন্তীপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথলা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাটিন্ডা, চণ্ডীগড়, নাল, ফালোদি, উত্তরলাই এবং ভূজ সহ উত্তর ও পশ্চিম ভারতের একাধিক জায়গায় হামলা চালিয়েছে পাকিস্তান।

পাল্টা হামলা করে সেই আক্রমণের যোগ্য জবাব দিয়েছে ভারত। সূত্রের খবর, পাকিস্তানের ৫০ টি ড্রোন ধ্বংস করেছে ভারতীয় সেনা। 

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in