রাজ্য পুলিশ ব্যর্থ হলে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী ! অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে মন্তব্য বিচারপতি সিনহার

People's Reporter: এর আগের শুনানিতে নারকেলডাঙ্গার বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। সোমবারের শুনানিতে আদালতে পুলিশের অসহযোগিতার অভিযোগ তোলে পুরসভা।
বিচারপতি সিনহা
বিচারপতি সিনহাছবি - সংগৃহীত
Published on

বেআইনি নির্মাণ ভাঙতে রাজ্যের পুলিশ ব্যর্থ হলে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। সোমবার নারকেলডাঙ্গার একটি অবৈধ নির্মাণ ভাঙার শুনানিতে এমনই জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আগামী ১০ মার্চ পর্যন্ত রাজ্যের প্রশাসনকে সময় দিয়েছেন বিচারপতি সিনহা।

কলকাতা পুরসভার ১২-৩ এলাকার অন্তর্গত নারকেলডাঙ্গা। সেখানে একটি পাঁচতলা বাড়ি বেআইনিভাবে তৈরির অভিযোগে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। নিমার্ণটি খতিয়ে দেখে কলকাতা পুরসভা জানায় এটি অবৈধ। সেই মর্মে একটি রিপোর্টও জমা দেওয়া হয় হাইকোর্টে। এর আগের শুনানিতে ওই নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা।

তবে সোমবারের শুনানিতে আদালতে পুলিশের অসহযোগিতার অভিযোগ তোলে পুরসভা। পুরসভা জানায়, বাড়ির একতলা খালি করে দেওয়া হলেও বাকি বাসিন্দাদের সরানো যাচ্ছে না। কলকাতা পুলিশ পাল্টা জানিয়েছে, বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে। বাসিন্দাদের বাড়ি ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সিনহার পর্যবেক্ষণ, পুলিশ যদি কাজ না করে তাহলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়া ছাড়া আর কোনও উপায় নেয়। তাঁর নির্দেশ, আগামী ১০ মার্চের মধ্যে ওই বাড়ি ভাঙার কাজ শেষ করতে হবে। নাহলে আদালত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেবে। আগামী ১০ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।

বিচারপতি সিনহা
Kolkata Book Fair 2025: ২৫ কোটির বই বিক্রি করে রেকর্ড! কলকাতা বইমেলায় এবার কত পাঠকের আগমন?
বিচারপতি সিনহা
মোদী সরকারের কড়া সমালোচনা! পরপর তিনবার ভিসা বাতিল ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান সমাজকর্মীর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in