ইডির আর্জি খারিজ, মন্ত্রী চন্দ্রনাথের জামিন বহাল রাখল হাইকোর্ট! আরও দু'দিন হাজিরা দেওয়ার নির্দেশ

People's Reporter: আদালতের রায়ের পর চন্দ্রনাথ বলেন, ‘‘বিচারব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি জ্ঞানত কোনও অন্যায় করিনি।’’
বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ
বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ ছবি, সংগৃহীত
Published on

ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহের জামিন বহাল রাখল আদালত। একযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি যে জামিন বিরোধী আর্জি জানিয়েছিল, তা খারিজ করা হয়েছে। তবে আদালত নির্দেশ দিয়েছে, মন্ত্রীকে বৃহস্পতিবার ও শুক্রবার (২৫ ও ২৬ সেপ্টেম্বর) দু’দিনই ইডি দফতরে হাজিরা দিতে হবে এবং তদন্তে সহযোগিতা করতে হবে।

চন্দ্রনাথের বিরুদ্ধে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় চার্জশিট জমা দিয়েছিল ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের পর তিনিই প্রথম মন্ত্রী, যাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা চার্জশিট দিয়েছে। গত ৬ সেপ্টেম্বর চন্দ্রনাথ নিজেই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তখন ব্যক্তিগত ১০ হাজার টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে এবং কিছু শর্ত দেওয়া হয়।

দফতরে চন্দ্রনাথকে প্রাথমিক নিয়োগ মামলা নিয়ে দু’দিন জিজ্ঞাসাবাদ করবে ইডি। এর পর যদি তারা মনে করে, আবার মন্ত্রীকে ডাকা হতে পারে। সে ক্ষেত্রে তাঁকে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে।

উল্লেখ্য, মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ৪১ লক্ষ টাকা উদ্ধার করে ইডি। এর আগে চন্দ্রনাথ দু’বার ইডি দফতরে হাজিরা এড়ান। তবে গত মাসে হঠাৎ আবার তিনি উপস্থিত হন। এই পর্যায়ের জিজ্ঞাসাবাদ কতটা হয়েছে তা স্পষ্ট নয়। চার্জশিট দেওয়ার পর মন্ত্রী আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন এবং জামিন পান।

জামিন বহাল থাকার পরও আদালত জানিয়েছে, মন্ত্রী নিজ বিধানসভা কেন্দ্র ও কলকাতার বাইরে যাওয়া আপাতত নিষিদ্ধ। যতদিন মামলার শুনানি চলছে, এই নিয়ম মেনে চলতে হবে। আদালতের রায়ের পর চন্দ্রনাথ বলেন, ‘‘বিচারব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি জ্ঞানত কোনও অন্যায় করিনি।’’ তিনি জানিয়েছেন, আদালতের নির্দেশ অনুযায়ী দু’দিনই ইডি দপ্তরে হাজিরা দেবেন।

বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ
Chandranath Sinha: রাজভবনের অনুমতির পরেই নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রীর নামে সমন জারির নির্দেশ
বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ
'বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করুন' - বাঙালি অধ্যাপকের পাশে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in