Calcutta High Court: দলুয়াখাকি গ্রামে ঢুকতে পারবে CPIM! সায়ন ব্যানার্জির আবেদনে সাড়া হাইকোর্টের

People's Reporter: হাইকোর্টের নির্দেশ, ৫ জনকে নিয়ে ওই গ্রামে প্রবেশ করতে পারবেন সায়ন ব্যানার্জি। ত্রাণ সামগ্রী বিলি করার আগে জয়নগর থানাকে জানিয়ে যেতে হবে।
Calcutta High Court: দলুয়াখাকি গ্রামে ঢুকতে পারবে CPIM! সায়ন ব্যানার্জির আবেদনে সাড়া হাইকোর্টের
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

৫ জনকে নিয়ে ত্রাণ সামগ্রী দিতে জয়নগরের দলুয়াখাকি গ্রামে যেতে পারবেন সিপিআইএম নেতা সায়ন ব্যানার্জি। সোমবার এই নির্দেশ দেন বিচারপতি রাজা শেখর মান্থা। তবে গ্রামে ঢোকার আগে জয়নগর থানাকে জানিয়ে যেতে হবে সায়নকে।

জয়নগরের দলুয়াখাকি গ্রামে ত্রাণ সামগ্রী নিয়ে যেতে বাধা দেওয়া হচ্ছে। এই অভিযোগ তুলে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী তথা সিপিআইএম নেতা সায়ন ব্যানার্জি। তিনি জানান, দলুয়াখাকি গ্রামে ১৪৪ ধারা জারি নেই। তারপরেও কেন বার বার তাঁদেরকে বাধা দেওয়া হচ্ছে? গ্রামের মানুষদের বাড়ির সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। সেই কারণেই ত্রাণ সামগ্রী নিয়ে প্রবেশ করতে চাইছিলেন তাঁরা। কিন্তু পুলিশ অযৌক্তিকভাবে বাধাদান করছে।

সোমবার হাইকোর্ট নির্দেশ দেয়, ৫ জনকে নিয়ে ওই গ্রামে প্রবেশ করতে পারবেন সায়ন ব্যানার্জি। ত্রাণ সামগ্রী বিলি করার আগে জয়নগর থানাকে জানিয়ে যেতে হবে। গ্রামে গিয়ে কোনো রাজননৈতিক প্ররোচনা মূলক বক্তব্য রাখা যাবে না। নিরাপত্তার ব্যবস্থা করবে পুলিশ।

আদালতের নির্দেশের পর সায়ন ব্যানার্জি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'জয়নগরের বামনগাছিতে দলুয়াখাকি গ্রামে প্রবেশের এবং ত্রাণ সামগ্রী বিলির অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। এছাড়া ১৪ নভেম্বর SDPO-র উপস্থিতিতে কীভাবে মহিলা পুলিশ ছাড়াই ৩৩ জন মহিলা গ্রামবাসীকে পুলিশ আটকালো তার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন SP Baruipur police district-র কাছ থেকে'।

গত ১৪ নভেম্বরের পর রবিবার ফের দলুয়াখাকি গ্রামে ঢুকতে যান সায়ন ব্যানার্জি সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্ব। বেশ কিছুক্ষণ পুলিশের সাথে বচসা ও ধাক্কাধাক্কি হয় সিপিআইএম প্রতিনিধি দলের। এরপরই আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেন সায়ন ব্যানার্জি। সেই মতো বিচারপতি রাজা শেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগনার দলুয়াখাকি গ্রামে গৃহহীন পরিবারগুলির পাশে দাঁড়ানোর জন্য বার বার পুলিশি বাধার মুখে পড়েছিল সিপিআইএম-র প্রতিনিধি দল। শুধু সিপিআইএমই নয় কংগ্রেস, আইএসএফকেও ওই গ্রামে ঢুকতে দেয়নি পুলিশ। এমনকি সোমবার সকালে অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে দলুয়াখাকি গ্রামে ঢুকতে দেয়নি পুলিশ। বহিরাগত তকমা দিয়ে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয় অম্বিকেশ মহাপাত্রদের। এর ভিত্তিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ওই বিশিষ্টরা।

Calcutta High Court: দলুয়াখাকি গ্রামে ঢুকতে পারবে CPIM! সায়ন ব্যানার্জির আবেদনে সাড়া হাইকোর্টের
ভোট-হিংসায় মৃতদের পরিবারপিছু একজনকে চাকরির সিদ্ধান্ত মন্ত্রিসভায়, 'সবাই পাবে তো?', প্রশ্ন বিরোধীমহলে
Calcutta High Court: দলুয়াখাকি গ্রামে ঢুকতে পারবে CPIM! সায়ন ব্যানার্জির আবেদনে সাড়া হাইকোর্টের
Malay Ghatak: কয়লা পাচার মামলায় মলয় ঘটককে রক্ষাকবচ দিল না আদালত, ২৪ ঘন্টার নোটিশে তলব করতে পারবে ইডি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in