SSC Scam: গ্রুপ ডি-র ওয়েটিং লিস্ট গঙ্গাজল নয়! কমিশনকে সতর্কবার্তা বিচারপতি বসুর

বিচারপতি বসু বলেন, গ্রুপ ডি কর্মীদের ওয়েটিং লিস্ট গঙ্গাজলের মতো স্বচ্ছ নয়। এটা কমিশনকে মনে রাখতে হবে। তাই পরবর্তী যেসব নিয়োগ হবে কমিশনের উচিত সঠিক নিয়ম মেনেই নিয়োগ কার্য সম্পন্ন করা।
বিচারপতি বসু
বিচারপতি বসুফাইল ছবি

চাকরিপ্রার্থীদের ওয়েটিং লিস্টকে 'গঙ্গাজল'-র সাথে তুলনা করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। পাশাপাশি কমিশনকেও স্বচ্ছভাবে নিয়োগের নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার আদালতে গ্রুপ ডি-র নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল। সেই সময়ই বিচারপতি বসু বলেন, গ্রুপ ডি কর্মীদের ওয়েটিং লিস্ট গঙ্গাজলের মতো স্বচ্ছ নয়। এটা কমিশনকে মনে রাখতে হবে। তাই পরবর্তী যেসব নিয়োগ হবে কমিশনের উচিত সঠিক নিয়ম মেনেই নিয়োগ কার্য সম্পন্ন করা।

বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ১৯১১ জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সাথে কমিশনকে নির্দেশ দিয়েছিলেন ওয়েটিং লিস্টে থাকা যোগ্যপ্রার্থীদের নিয়োগ করতে হবে। সেই ওয়েটিং লিস্ট প্রসঙ্গেই এমন মন্তব্য করেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

বিচারপতি বসু
'বড় দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ', মহিলা কমিশনের সদস্য মনোনীত হলেন BJP নেত্রী

উল্লেখ্য, ওই ১৯১১ জন কর্মীর সুপারিশপত্র বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন। তাঁদের বেতন ফেরতেরও নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গাঙ্গুলি। এঁরা প্রত্যেকেই বেআইনিভাবে চাকরি পেয়েছেন বলে অভিযোগ।

বেতন ফেরতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এর আগে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন চাকরিচ্যুতরা। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বেতন ফেরতের সিদ্ধান্তে স্থগিতাদেশ দেন। আগামি ৩ মার্চ এই মামলার শুনানি রয়েছে। তার আগেই চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন ১৯১১ জন গ্রুপ ডি কর্মী।

বিচারপতি বসু
রাজ্য-রাজ্যপাল সংঘাত থামার লক্ষণ নেই! প্রধান সচিব পদে 'চতুর্থ বিকল্প' নামের প্রস্তাব

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in