

বিজেপি নেত্রী খুশবু সুন্দরকে জাতীয় মহিলা কমিশনের সদস্য মনোনীত করা হলো। খুশবু নিজেই সোশ্যাল মিডিয়াতে একথা জানিয়েছেন।
অভিনেতা খুশবু সুন্দর বিজেপির জাতীয় এক্সিকিউটিভ কমিটির সদস্য। নিজের টুইটারে তিনি লেখেন, "আমাকে এত বড় দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সরকারকে ধন্যবাদ জানাই। নারী শক্তি, যা আপনার নেতৃত্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাকে আমি রক্ষা, সংরক্ষণ ও লালন করার জন্য কঠোর পরিশ্রম করব। অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি।“
তামিলনাড়ু বিজেপির সভাপতি কে আন্নামালাই থেকে শুরু করে দক্ষিণী একাধিক তারকা অভিনন্দন জানিয়েছেন খুশবুকে।
২০১০ সালে তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী এম করুণানিধির হাত ধরে ডিএমকে-তে যোগ দিয়ে নিজের রাজনৈতিক জীবন শুরু করেন খুশবু। ২০১৪ সালে ডিএমকে ছেড়ে কংগ্রেসে যোগ দেন তিনি এবং দলের জাতীয় মুখপাত্র হন। এরপর ২০২০ সালে তিনি বিজেপিতে যোগ দেন এবং ২০২১ সালে বিধানসভা নির্বাচনে থাউজেন্ড লাইটস কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও ডিএমকে-র এন ইজিলানের কাছে পরাজিত হন খুশবু।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন