'বড় দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ', মহিলা কমিশনের সদস্য মনোনীত হলেন BJP নেত্রী

২০১০ সালে ডিএমকে-তে যোগ দিয়ে নিজের রাজনৈতিক জীবন শুরু করেন খুশবু। ২০১৪ সালে ডিএমকে ছেড়ে কংগ্রেসে যোগ দেন তিনি এবং দলের জাতীয় মুখপাত্র হন। এরপর ২০২০ সালে তিনি বিজেপিতে যোগ দেন।
খুশবু সুন্দর
খুশবু সুন্দরছবি সৌজন্যে খুশবু সুন্দরের টুইটার হ্যান্ডেল

বিজেপি নেত্রী খুশবু সুন্দরকে জাতীয় মহিলা কমিশনের সদস্য মনোনীত করা হলো। খুশবু নিজেই সোশ্যাল মিডিয়াতে একথা জানিয়েছেন।

অভিনেতা খুশবু সুন্দর বিজেপির জাতীয় এক্সিকিউটিভ কমিটির সদস্য। নিজের টুইটারে তিনি লেখেন, "আমাকে এত বড় দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সরকারকে ধন্যবাদ জানাই। নারী শক্তি, যা আপনার নেতৃত্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাকে আমি রক্ষা, সংরক্ষণ ও লালন করার জন্য কঠোর পরিশ্রম করব। অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি।“

তামিলনাড়ু বিজেপির সভাপতি কে আন্নামালাই থেকে শুরু করে দক্ষিণী একাধিক তারকা অভিনন্দন জানিয়েছেন খুশবুকে।

২০১০ সালে তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী এম করুণানিধির হাত ধরে ডিএমকে-তে যোগ দিয়ে নিজের রাজনৈতিক জীবন শুরু করেন খুশবু। ২০১৪ সালে ডিএমকে ছেড়ে কংগ্রেসে যোগ দেন তিনি এবং দলের জাতীয় মুখপাত্র হন। এরপর ২০২০ সালে তিনি বিজেপিতে যোগ দেন এবং ২০২১ সালে বিধানসভা নির্বাচনে থাউজেন্ড লাইটস কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও ডিএমকে-র এন ইজিলানের কাছে পরাজিত হন খুশবু।

খুশবু সুন্দর
মুখ তো খুলতেই হবে, চুপ করে থাকব কী করে? - পাকিস্তানে করা মন্তব্য প্রসঙ্গে জাভেদ আখতার
খুশবু সুন্দর
Iran: পড়াশোনা বন্ধ করতে বিষ খাওয়ানো হয়েছে ছাত্রীদের! চাঞ্চল্যকর দাবি ইরানের মন্ত্রীর

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in