SSC Scam: নিয়োগ মামলায় মেয়ে অঙ্কিতাকে নিয়ে আলিপুর আদালতে আত্মসমর্পণ প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর

People's Reporter: একই দিনে আত্মসমর্পণ করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী তথা ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্যও।
প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী এবং তাঁর কন্যা অঙ্কিতা
প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী এবং তাঁর কন্যা অঙ্কিতাছবি - সংগৃহীত
Published on

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। বুধবার দুপুরে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী এবং তাঁর কন্যা অঙ্কিতা অধিকারী। আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন জানান বাবা-মেয়ে। একই দিনে আত্মসমর্পণ করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী তথা ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্যও। তাঁদের পাশাপাশি সমরজিৎ আচার্য, পর্ণা বসু-সহ আরও কয়েকজন অভিযুক্ত আদালতের কাছে জামিনের আর্জি জানিয়েছেন।

সম্প্রতি আদালতে নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই। গত সপ্তাহে গ্রুপ-সি নিয়োগ দুর্নীতির মামলাতেও শেষ চার্জশিট জমা পড়েছে আলিপুর আদালতে। সব মিলিয়ে এখনও পর্যন্ত চারটি চার্জশিট পেশ হয়েছে। এসব মামলায় মোট ৭৫ জন অভিযুক্তকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই আবহেই আত্মসমর্পণের পথ বেছে নিলেন পরেশ অধিকারী ও তাঁর কন্যা।

উল্লেখ্য, এসএসসি-র প্রকাশিত ‘অযোগ্য’ তালিকার ১০৪ নম্বরে রয়েছে অঙ্কিতা অধিকারীর নাম। একাদশ-দ্বাদশ স্তরে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসেবে চাকরি পান তিনি। যদিও পরে চাকরিপ্রার্থী ববিতা সরকার বেআইনি নিয়োগের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেন।

তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অঙ্কিতার চাকরি বাতিল করার পাশাপাশি বেতনের অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেন। প্রায় ১৫ লক্ষ টাকা ফেরত পান ববিতা। যদিও ববিতার নিয়োগেও ত্রুটি ধরা পড়ায় তাঁর চাকরিও বাতিল হয়। অবশেষে ওই পদে নিয়োগ পান অনামিকা রায় নামের এক প্রার্থী। কিন্তু গত বছর ২৬ হাজার নিয়োগ বাতিলের নির্দেশের জেরে অনামিকার চাকরিটিও বাতিল হয়ে যায়।

বুধবারের শুনানিতে সিবিআই অভিযুক্তদের জামিনের বিরোধিতা করে। কেন্দ্রীয় সংস্থার দাবি, প্রতিটি মামলা আলাদা চরিত্রের এবং সমাজে এই দুর্নীতির গভীর প্রভাব পড়েছে। তাই তদন্ত চলাকালীন জামিন দিলে প্রভাবিত হতে পারে প্রমাণ সংগ্রহ প্রক্রিয়া। সিবিআইয়ের যুক্তি, একাধিক মামলায় একই অভিযুক্ত থাকলেও ঘটনাগুলি পরস্পরের সঙ্গে সরাসরি মেলেনি।

২০২২ সালে এসএসসি গ্রুপ-সি দুর্নীতি মামলার তদন্ত শুরু হওয়ার মাত্র ৫১ দিনের মাথায় প্রথম চার্জশিট দাখিল করেছিল সিবিআই। তাতে নাম ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকার, অ্যাডহক কমিটির সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়সহ একাধিক প্রভাবশালী ব্যক্তির। যদিও সর্বশেষ চার্জশিটে নতুন করে কোনও নাম যোগ হয়নি, তবে তাতে যুক্ত হয়েছে বেশ কিছু নতুন নথি ও প্রমাণ। সিবিআই সম্প্রতি পাঁচজন অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে। সেগুলিও চার্জশিটে সংযুক্ত হয়েছে বলে জানা গেছে।

প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী এবং তাঁর কন্যা অঙ্কিতা
WB Education: রাজ্যের ২২১৫ প্রাথমিক বিদ্যালয় শিক্ষকহীন বা ১ জন শিক্ষক, 'পরিকল্পিত অবহেলা' - ABPTA
প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী এবং তাঁর কন্যা অঙ্কিতা
SSC Scam: নিয়োগ দুর্নীতির অঙ্কটা ৩-৪ হাজার কোটি! অযোগ্যদের তালিকা নিয়েও প্রশ্ন বাগ কমিটির আইনজীবীর

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in