
জাল পাসপোর্টকাণ্ডে এবার পুলিশের জালে কলকাতা পুলিশের প্রাক্তন এসআই। শুক্রবার রাতে উত্তর ২৪ পরগণার হাবরা থেকে গ্রেফতার করা হয় আব্দুল হাইকে। ৬১ বছর বয়সী প্রাক্তন এসআই গত বছরই অবসর নিয়েছেন। তাঁকে শনিবার আদালতে তোলা হয়। এই নিয়ে এখনও পর্যন্ত পাসপোর্টকাণ্ডে গ্রেফতারি বেড়ে হল নয়।
কলকাতা পুলিশ সূত্রে খবর, আব্দুল হাই কলকাতা পুলিশের পাসপোর্ট সংক্রান্ত বিভাগে এসআই পদে কর্মরত ছিলেন। আশোকনগরের কামারপুর গ্রামের বাসিন্দা তিনি। জানা গেছে, শুক্রবার রাতে উত্তর ২৪ পরগণার হাবরার অশোকনগর থানা এলাকায় হানা দেয় পুলিশ। রাত পৌনে ১২ টা নাগাদ আব্দুলকে গ্রেফতার করে।
শনিবার আব্দুলকে তোলা হয় আলিপুর আদালতে। আদালতে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫১ টি পাসপোর্ট ভেরিফিকেশনের দায়িত্বে ছিলেন আব্দুল। তাঁর সাহায্যেই ভেরিফিকেশন হয়েছে পাসপোর্টের। ১৮ জানুয়ারি পর্যন্ত তাঁর পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন (এসসিও) –বিভাগের পাসপোর্টের প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে দেখতেন আব্দুল। পুলিশের অনুমান, সেই সময় পাসপোর্ট জালিয়াতিতে সুবিধা দিতে পারেন আব্দুল। তাঁকে হেফাজতে নিয়ে এই সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে পুলিশ।
গত ২৭ সেপ্টেম্বর জাল পাসপোর্ট নিয়ে ভবানীপুরে একটি অভিযোগ দায়ের হয়। অভিযোগ, ভুয়ো নথিপত্রের মাধ্যমে জাল পাসপোর্ট তৈরি করার একটি চক্র চলছে। এরপর ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রজু করে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় হানা দেয় লালবাজার। এর আগে এই মামলায় উত্তর ২৪ পরগণা থেকে একাধিক গ্রেফতারি হয়েছে।
পাসপোর্টকাণ্ডের জাল কত দূর বিস্তৃত, কারা কারা যুক্ত এই চক্রে, তা খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। ধৃত আব্দুলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, আব্দুলকে জিজ্ঞাসাবাদ করে এই মামলায় যুক্ত অন্য অভিযুক্তের খোঁজ পাওয়া যেতে পারে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন