৫ ঘন্টা পার, নিয়ন্ত্রণে আসেনি গণেশ চন্দ্র অ্যাভিনিউয়ের বহুতলের আগুন! পুড়ে ছাই বহু সরকারি নথি

স্থানীয় বাসিন্দাদের দাবি সকাল ১০টা নাগাদ আগুন লাগে। সাথে সাথে দমকলে খবর দেওয়া হয়। কিন্তু দমকল দেরীতে আসে।
৫ ঘন্টা পার, নিয়ন্ত্রণে আসেনি গণেশ চন্দ্র অ্যাভিনিউয়ের বহুতলের আগুন! পুড়ে ছাই বহু সরকারি নথি
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

৫ ঘন্টা পার। এখনও নিয়ন্ত্রণে আসেনি গণেশ চন্দ্র অ্যাভিনিউতে সরকারি অফিসের আগুন। পুড়ে ছাই একাধিক নথি। ঘটনাস্থলে কাজ করছে দমকলের ১১টি ইঞ্জিন। ছাদ ফুটো করে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা।

স্থানীয় সূত্রে খবর, ৪৫ নম্বর গণেশ চন্দ্র অ্যাভিনিউয়ের একটি ব্লিডিং-এ সকাল ১০ টা নাগাদ আগুন লাগতে দেখা যায়। ওই বিল্ডিং-র পাঁচতলায় রয়েছে পরিবহণ, জনস্বাস্থ্য এবং কারিগরি সহ একাধিক বিভাগ। মূলত জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরে আগুন ছড়িয়ে পড়ে। একাধিক গুরুত্বপূর্ণ নথি পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। পাশেই একটি হাসপাতাল রয়েছে। সেখানেও আগুন ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে দমকল কর্মীরা জানিয়েছেন, নতুন করে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই আর।

স্থানীয় বাসিন্দাদের দাবি সকাল ৯টা ৫৪ নাগাদ আগুন লাগে। সাথে সাথে দমকলে খবর দেওয়া হয়। কিন্তু দমকল দেরীতে আসে বলে অভিযোগ। দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, "ছাদ থেকেও জল দেওয়া হচ্ছে। সাথে মইও লাগানো হয়েছে। একটা সরু জায়গা আছে সেখান দিয়েও কর্মীরা প্রবেশ করে আগুন নেভানোর কাজ করছে। প্রায় ৪-৫ হাজার স্কোয়ারফুটের জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে। তবে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছে। এলাকার রাস্তা খুবই সরু, তাই দমকল কর্মীদের কাজ করতে সমস্যা হচ্ছে। আর কয়েক ঘন্টার মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে।"

দমকল কর্মীরা বলেন, এত বেশী ধোঁয়া আর প্রচণ্ড তাপের জন্য কাজে গতি আনা সম্ভব হচ্ছে না। ড্রিল করে ছাদ ফুট করে জল দেওয়া হচ্ছে। তাতে আগুন নেভানোর পাশাপাশি ধোঁয়া বের করাও সম্ভব হবে। এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই আপাতত।

৫ ঘন্টা পার, নিয়ন্ত্রণে আসেনি গণেশ চন্দ্র অ্যাভিনিউয়ের বহুতলের আগুন! পুড়ে ছাই বহু সরকারি নথি
'আমাদের লড়াই আমাদেরকেই করতে হবে', আন্তর্জাতিক সমর্থনের কথা উড়িয়ে মন্তব্য রাহুল গান্ধীর
৫ ঘন্টা পার, নিয়ন্ত্রণে আসেনি গণেশ চন্দ্র অ্যাভিনিউয়ের বহুতলের আগুন! পুড়ে ছাই বহু সরকারি নথি
মুদির দোকান থেকে রকেট গতিতে উত্থান, ‘কালীঘাটের কাকু’র RSS যোগও রয়েছে, দাবি পরিবারের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in