'আমাদের লড়াই আমাদেরকেই করতে হবে', আন্তর্জাতিক সমর্থনের কথা উড়িয়ে মন্তব্য রাহুল গান্ধীর

'আমাদের লড়াই আমাদেরকেই করতে হবে', আন্তর্জাতিক সমর্থনের কথা উড়িয়ে মন্তব্য রাহুল গান্ধীর

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশে বক্তৃতাকালে রাহুল গান্ধী বলেন, ‘আমি কারো কাছেই সমর্থন চাইছি না। আমি এব্যাপারে স্পষ্ট যে আমাদের লড়াই আমাদেরই লড়তে হবে।’

মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে ‘কোনও আন্তর্জাতিক সমর্থন চাই না’ বলে সাফ জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gnadhi)।

বুধবার, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশে বক্তৃতাকালে রাহুল গান্ধী বলেন, ‘আমি কারো কাছেই সমর্থন চাইছি না। আমি এব্যাপারে স্পষ্ট যে আমাদের লড়াই আমাদেরই লড়তে হবে।’

প্রায়শই বিশ্বের অনেক বিরোধী নেতা নিজেদের দেশে গণতন্ত্র, বাক স্বাধীনতা, অধিকার রক্ষার জন্য আন্তর্জাতিক সমর্থন চেয়ে থাকেন। তেমন কিছু চান কিনা রাহুল গান্ধী, এই প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ।

এদিন, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রবাসী ভারতীয় ছাত্রছাত্রীদের সঙ্গে কথপোকথন করার সময় রাহুল বলেন, ‘আমি মনে করি, এটা করা (কথপোকথন) আমার অধিকার। এবং আমি বুঝতে পারছি না কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে এসে এটা করেন না। প্রধানমন্ত্রীকে কিছু কঠিন প্রশ্নের উত্তর দিতে হবে তাই হয়তো।'

রাহুল গান্ধী আরও বলেন, 'কংগ্রেসের ভাল দিক হল, আমরা সবার সঙ্গে আছি। কেউ এসে কিছু বলতে চাইলে আমরা তাঁর কথা শুনি। সেটা আমাদের বিরুদ্ধে হলেও আমরা রেগে যাই না বরং নিজেদের ভুল শুধরে নেওয়ার চেষ্টা করি।'

বক্তৃতা শেষে উপস্থিত জনতার প্রশ্নের উত্তর দেন রাহুল। এইসময় বিজেপি-কে কটাক্ষ করে তিনি বলেন, 'বিজেপির মিটিংয়ে এমন প্রশ্নোত্তর সিরিজ হয় না!' 

পাঁচ দিনের মার্কিন সফরে একাধিক কর্মসূচী রয়েছে রাহুল গান্ধীর। মঙ্গলবার সকালে সান ফ্রান্সিসকোতে পৌঁছান তিনি। এই সফরের মাঝে তিনি আইন প্রণেতা, থিঙ্ক ট্যাঙ্কদের সাথে দেখা করবেন। হার্ভার্ড ক্লাবে বক্তৃতা দেবেন। সিলিকন ভ্যালিতে ভেঞ্চার ক্যাপিটালিস্ট, টেক এক্সিকিউটিভ এবং ছাত্রদের সাথেও দেখা করবেন তিনি।

এদিকে, বিদেশের মাটিতে দেশের বদনাম করার অভিযোগ তুলে রাহুল গান্ধীকে নিশানা করেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, ‘ভারতকে অপমান করতে কখনও পিছপা হন না রাহুল গান্ধী। ভারতকে তিনি দেশ বলেও মনে করেন না। তাঁর মতে, ভারত কয়েকটি রাজ্যের সমষ্টি। বিদেশে ভারতের ভাবমূর্তিতে কালি ছেটান রাহুল। আসলে প্রধানমন্ত্রী মোদীর আন্তর্জাতিক জনপ্রিয়তা হজম হচ্ছে না কংগ্রেসের।’

'আমাদের লড়াই আমাদেরকেই করতে হবে', আন্তর্জাতিক সমর্থনের কথা উড়িয়ে মন্তব্য রাহুল গান্ধীর
ঈশ্বরকেও বিভ্রান্ত করে দেবেন উনি! বিদেশে দাঁড়িয়ে মোদীকে কটাক্ষ রাহুলের
'আমাদের লড়াই আমাদেরকেই করতে হবে', আন্তর্জাতিক সমর্থনের কথা উড়িয়ে মন্তব্য রাহুল গান্ধীর
প্রকাশ্যে এল রাহুল গান্ধীর ভাইরাল ‘ট্রাক’ যাত্রার সম্পূর্ণ ভিডিও, কী রয়েছে তাতে?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

logo
People's Reporter
www.peoplesreporter.in