WB Panchayat Polls: গ্রেফতারির আশঙ্কা! রক্ষাকবচ চেয়ে আদালতে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে যান সৌমিত্র খাঁ। সেখানেই রক্ষাকবচের আবেদন করেন তিনি। মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার হতে পারে।
গ্রেফতারির আশঙ্কায় সৌমিত্র খাঁ
গ্রেফতারির আশঙ্কায় সৌমিত্র খাঁগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

পঞ্চায়েত নির্বাচনের আগে রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। কার্যত গ্রেফতারির আশঙ্কায় ভুগছেন তিনি। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা।

সৌমিত্র খাঁর অভিযোগ - পঞ্চায়েত নির্বাচনের আগেই তাঁকে গ্রেফতার করতে পারে রাজ্য পুলিশ। বিজেপি সাংসদ এও বলেছেন, সম্প্রতি একটি সভায় সোনামুখী থানার আইসির বিরুদ্ধে সরব হয়েছিলেন। সেখানে ওই আইসির নামে একাধিক তোলাবাজির অভিযোগ করেছিলেন। তারপর থেকেই নাকি সোনামুখী থানায় তাঁর নামে একাধিক মামলা রুজু হয়েছে। যার ফলে গ্রেফতার করা হতে পারে তাঁকে।

কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে যান সৌমিত্র খাঁ। সেখানেই রক্ষাকবচের আবেদন করেন তিনি। মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার হতে পারে।

প্রসঙ্গত, বাঁকুড়া সোনামুখী ব্লকের মানিকবাজার এলাকায় ২০০-র বেশি স্বনির্ভর গোষ্ঠী আছে। ওই গোষ্ঠীর ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে সেই কোষাধ্যক্ষের বিরুদ্ধে। প্রতিবাদে পথে নামে বিজেপি। তাঁদের সমর্থনে একটি পথসভা করেছিলেন সৌমিত্র খাঁ। সেখানেই তিনি আইসির বিরুদ্ধে সরব হয়েছিলেন।

গ্রেফতারির আশঙ্কায় সৌমিত্র খাঁ
ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য; উপাচার্য নিয়োগে রাজ্যপালের সিদ্ধান্ত বৈধ, দিতে হবে বেতন-ভাতা
গ্রেফতারির আশঙ্কায় সৌমিত্র খাঁ
রাহুল গান্ধীকে নিয়ে ট্যুইট, বিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্যের বিরুদ্ধে FIR দায়ের পুলিশের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in