SIR: নথিহীন বৈধ ভোটারদের জন্য বিশেষ ক্যাম্প করবে নির্বাচন কমিশন!

People's Reporter: নির্বাচন কমিশনের শেষ তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে ফর্ম দেওয়া হয়েছে ৭ কোটি ৬৬ লক্ষ ২৭ হাজার ৪৬৬ জনকে। যার মধ্যে ডিজিটাইজড হয়েছে ৭ কোটি ৬৪ লক্ষ ৪৪ হাজার ২৮১ জনের ফর্ম।
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশনফাইল ছবি সংগৃহীত
Published on

নথিহীন বৈধ ভোটারদের পাশে দাঁড়ালো নির্বাচন কমিশন। যাঁদের কাগজ নেই অথচ ভারতের নাগরিক এবং বৈধ ভোটার তাঁদের জন্য বিশেষ ক্যাম্প করার কথা জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।

এসআইআর নিয়ে মঙ্গলবারও পশ্চিমবঙ্গের সিইও দফতরের সামনে বিক্ষোভ দেখান বিএলও-দের একাংশ। এমনকি একজন অসুস্থ বিএলও-কে অ্যাম্বুলেন্সে রেখেই বিক্ষোভ দেখান তাঁরা। বহু বৈধ ভোটারও আতঙ্কে রয়েছেন এসআইআর নিয়ে। তাঁরা ভোট দিচ্ছেন অথচ নথিপত্র সঠিক নেই। এবার এমন ভোটারদের কথা ভেবেই ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

মঙ্গলবার রামবাগান, কদমতলা ক্লাব এবং শীতলামন্দির— সোনাগাছির এই তিনটি এলাকায় এসআইআর সংক্রান্ত একটি ক্যাম্প করা হয়। উপস্থিত ছিলেন মনোজ আগরওয়াল নিজেই। সেখানে তিনি বলেন, নথিহীন বৈধ ভোটারদের জন্য কমিশন সংবিধানের ৩২৬ নম্বর ধারা ব্যবহার করে তাদের নাম তুলবে। এমন অনেক ভোটার আছেন যাঁরা অনাথ আশ্রমে বড় হয়েছেন। তাঁদের বাবা বা মায়ের কোনও পরিচয় নেই। অথচ তাঁরা ভারতের নাগরিক এবং বহু নির্বাচনে ভোট দিয়েছেন। তাঁদের জন্য বিশেষ ক্যাম্প খোলা হবে।

যৌনকর্মীদের নথি সংক্রান্ত বাস্তব সমস্যার কথা জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি লিখেছিল যৌনকর্মীদের সন্তানদের নিয়ে কাজ করা সংগঠন ‘আমরা পদাতিক’। তার পরেই উদ্যোগী হয়েছে কমিশন। 

কমিশন সূত্রে খবর, সোনাগাছির তিনটি শিবিরে ৮০৩ জন এসেছিলেন। তাঁদের মধ্যে ৬ নম্বর ফর্ম পূরণ করে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করেছেন ২১০ জন। ১২ জন এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন। বাকি অনেকের নথি সংক্রান্ত জটিলতা রয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের শেষ তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯জন। বিএলও সংখ্যা ৮০,৬৮১ জন। বিএলএ সংখ্যা ১ লক্ষ ৬৩ হাজার ২৪৩ জন। ফর্ম দেওয়া হয়েছে ৭ কোটি ৬৬ লক্ষ ২৭ হাজার ৪৬৬ জনকে। যার মধ্যে ডিজিটাইজড হয়েছে ৭ কোটি ৬৪ লক্ষ ৪৪ হাজার ২৮১ জনের ফর্ম।

নির্বাচন কমিশন
গ্রুপ সি ও ডি-র যোগ্যদের তালিকা প্রকাশে নারাজ! হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC
নির্বাচন কমিশন
বিধায়ক পদ ছাড়ছেন না হুমায়ুন কবীর, AIMIM-এর সঙ্গে জোট বেঁধে দল ঘোষণা করবেন সাসপেন্ডেড তৃণমূল নেতা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in