
তিন দফা দাবিতে গতকাল থেকে রাজাবাজার সায়েন্স কলেজের সেক্রেটারি অফিসে ঘেরাও চালাচ্ছে এসএফআই কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটি। গতকাল বিকেলে শুরু হওয়া এই ঘেরাও ইতিমধ্যেই ১৬ ঘণ্টা পেরিয়েছে। ঘেরাও চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সমস্ত দাবি মেনে নেবার মৌখিক আশ্বাস দিলেও লিখিত প্রতিশ্রুতি না পাওয়া অবধি ঘেরাও চলবে বলে জানিয়েছে এসএফআই।
ছাত্র সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত প্রতিটি ক্যাম্পাসে ইউনিয়ন রুম বন্ধ রাখা, ক্যাম্পাসে তৃণমূলের দুষ্কৃতীরাজ বন্ধ করা ও ক্যাম্পাস দুষ্কৃতীমুক্ত করা এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসে ক্যান্টিনের খাবারের দামে ভরতুকির দাবিতে গতকাল থেকে এই ঘেরাও শুরু হয়েছে।
আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের অভিযোগ, রাজাবাজার সায়েন্স কলেজে টিএমসিপি-র থ্রেট কালচার চলছে। কলকাতা বিশ্ববিদ্যালয় লুম্পেনদের মুক্তাঞ্চলে পরিণত হচ্ছে। ক্যাম্পাসের বুকে দাঁড়িয়ে ছাত্র-ছাত্রীদের ধর্ষণের হুমকি, মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তাঁদের প্রশ্ন, কর্তৃপক্ষ এতদিন জানতো না, ইউনিয়ন রুম খুলে রাখা অবৈধ? কর্তৃপক্ষ জানত না বিভিন্ন ক্যাম্পাসের ইউনিয়ন রুমে সমাজবিরোধী কার্যকলাপ চলে দিনের পর দিন? আমাদের লড়াই এর বিরুদ্ধেই। তার জন্য যত রাত জাগতে হয় আমরা জাগবো।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন