পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করেই 'চোর তাড়াও, বেহালা বাঁচাও' পোস্টার CPIM-র

উল্লেখ্য, কলকাতা পুরসভার ১১৮, ১১৯ এবং ১২৫-১৩২ নম্বর ওয়ার্ড নিয়ে তৈরি বেহালা পশ্চিম বিধানসভা। সবক'টি ওয়ার্ডের পোস্টারগুলি দেখা গেছে।
পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করেই পোস্টার CPIM-র
পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করেই পোস্টার CPIM-রগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

বেহালা পশ্চিম বিধানসভার একাধিক ওয়ার্ডে বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করে 'চোর তাড়াও' পোস্টার দিলো সিপিআইএম। পাশাপাশি ওই একই পোস্টারে বিধায়কের পদত্যাগেরও দাবি জানিয়েছে তারা। মোট ১০টি ওয়ার্ডে পোস্টারগুলি দেখা যায়।

বাড়ির দেওয়ালে হোক বা পরিত্যক্ত পাঁচিলে একাধিক পোস্টার দেখা যাচ্ছে বেহালা পশ্চিম জুড়ে। পোস্টারে লেখা আছে, "চোর তাড়াও, বেহালা বাঁচাও। স্থানীয় বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করে লেখা আছে পরিষেবা কোথায় পাই, এলাকায় বিধায়ক নাই, চোর বিধায়কের পদত্যাগ চাই। নীচে লেখা সিপিআই(এম)।

উল্লেখ্য, কলকাতা পুরসভার ১১৮, ১১৯ এবং ১২৫-১৩২ নম্বর ওয়ার্ড নিয়ে তৈরি বেহালা পশ্চিম বিধানসভা। সবক'টি ওয়ার্ডের পোস্টারগুলি দেখা গেছে। পোস্টার ছাড়াও কিছু দিন আগে সিপিআইএম-র তরফ থেকে লিফলেট বিলি করা হয়েছিল বেহালাতে। যাতে লেখা ছিল "চোর তাড়াও বেহাল বাঁচাও। চাকরি চোর ঘুষখোর, হাজতবাসী, অপদার্থ বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণ চাই।"

এছাড়াও লেখা ছিল, "বিশ বছরের বেশী সময় ধরে বেহালা (পশ্চিম)-এর বিধায়ক থাকা তৃণমূলের প্রাক্তন মহাসচিব ও শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জির গত ২৩ জুলাই থেকে অস্থায়ী ঠিকানা আলিপুরের প্রেসিডেন্সি জেল। সত্তরোর্ধ বিধায়ক পার্থ বাবুর ঘনিষ্ঠ বান্ধবীর দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে নগদ প্রায় ৫০ কোটি টাকা, বহুমূল্য অলঙ্কার, টেট পরীক্ষার্থীদের উত্তরপত্র, অ্যাডমিট কার্ড। অপনারা নিশ্চয়ই চাইবেন না বিধায়ক তহবিলের মহার্ঘ টাকা সরকারি কোষাগারে পড়ে নষ্ট হোক, বেহালার উন্নয়ন স্তব্ধ হয়ে যাক। পথ চলতি মানুষ থেকে শুরু করে স্থানীয় দোকানদারদের লিফলেটগুলি বিলি করেছিলেন সিপিআইএম কর্মী সমর্থকরা।

পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করেই পোস্টার CPIM-র
‘রাজনীতিতে পরিবারতন্ত্র’ নিয়ে BJP-কে খোঁচা, মোদী সফরে পোষ্টার যুদ্ধ তেলেঙ্গানায়
পার্থ চট্টোপাধ্যায়ের নাম না করেই পোস্টার CPIM-র
লোকসানে চলা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির হাল ফেরাতে পদক্ষেপ নিক কেন্দ্র, আর্জি সংসদীয় কমিটির

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in