CPIM: CPIM-এর নবগঠিত রাজ্য সম্পাদকমণ্ডলীতে মীনাক্ষী মুখার্জি, সৈয়দ হোসেন

People's Reporter: নতুন সম্পাদকমণ্ডলীতে জায়গা করে নিয়েছেন বাম যুব নেত্রী মীনাক্ষী মুখার্জি। পাশাপাশি দলের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক সৈয়দ হোসেনকেও রাজ্য সম্পাদকমণ্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মহম্মদ সেলিম, রামচন্দ্র ডোম, মীনাক্ষী মুখার্জি
মহম্মদ সেলিম, রামচন্দ্র ডোম, মীনাক্ষী মুখার্জিগ্রাফিক্স - আকাশ
Published on

গঠিত হল সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদকমণ্ডলী। প্রত্যাশামতই নতুন সম্পাদকমণ্ডলীতে জায়গা করে নিলেন বাম যুব নেত্রী মীনাক্ষী মুখার্জি। পাশাপাশি দলের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক সৈয়দ হোসেনকেও রাজ্য সম্পাদকমণ্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোমবার দলের রাজ্য কমিটির বৈঠক থেকে নতুন রাজ্য সম্পাদকমণ্ডলী গঠিত হয়। দলের রাজ্য সম্মেলনের পর এদিনই প্রথম রাজ্য কমিটির বৈঠক হয়। গত ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি হুগলির ডানকুনিতে অনুষ্ঠিত হয় সিপিআইএম-এর ২৭ তম রাজ্য সম্মেলন। যে সম্মেলন থেকে ৮০ জনের রাজ্য কমিটি গঠিত হয়েছিল। এরপর তামিলনাড়ুর মাদুরাইতে এপ্রিল মাসের ২ থেকে ৬ তারিখ অনুষ্ঠিত হয় ২৪ তম পার্টি কংগ্রেস।

এদিনের রাজ্য কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন দলের পলিটব্যুরো সদস্য রামচন্দ্র ডোম। এই বৈঠক থেকেই পনেরো জন সদস্যকে নিয়ে পার্টির নতুন রাজ্য সম্পাদকমণ্ডলী গঠিত হয়েছে।

নবগঠিত রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্যরা হলেন - মহম্মদ সেলিম, রামচন্দ্র ডোম, শ্রীদীপ ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, আভাস রায়চৌধুরী, শমীক লাহিড়ী, সুমিত দে, দেবলীনা হেমব্রম, দেবব্রত ঘোষ, অনাদি সাহু, কল্লোল মজুমদার, পলাশ দাশ, জিয়াউল আলম, মীনাক্ষী মুখার্জি ও সৈয়দ হোসেন।

পনেরো জন সদস্যের মধ্যে সৈয়দ হোসেন এবং মীনাক্ষী মুখার্জি এই প্রথম রাজ্য সম্পাদকমন্ডলীতে অন্তর্ভুক্ত হলেন।

মহম্মদ সেলিম, রামচন্দ্র ডোম, মীনাক্ষী মুখার্জি
CPIM: মাদুরাইতে ২৪ তম পার্টি কংগ্রেস থেকে সিপিআইএম সাধারণ সম্পাদক হলেন কেরালার এম এ বেবি
মহম্মদ সেলিম, রামচন্দ্র ডোম, মীনাক্ষী মুখার্জি
CPIM 24th Party Congress: BJP-RSS-র বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম, বাম শক্তিকে ঐক্যবদ্ধ করার ডাক

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in