
গত ৯ জুলাই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা ধর্মঘটের দিন ধর্মঘটের সমর্থনে পথে নেমেছিলেন সিপিআইএম নেতা মাজেদা রহমান। পথ অবরোধ করার সময় সিপিআইএম নেতাকে চড় মারার অভিযোগ উঠছিল দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার আইসি অসীম গোপের বিরুদ্ধে। এবার ওই আইসির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন মাজেদা রহমান। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
গত বুধবার দেশজুড়ে শ্রমিক ধর্মঘটের ডাক দিয়েছিল ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। সেই ধর্মঘটের সমর্থনে বংশীহারী থানা এলাকায় রাস্তা অবরোধ করেন বাম কর্মী-সমর্থকেরা। সেই সময় স্থানীয় আইসির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এলাকার বামনেতা মাজেদা রহমান।
অভিযোগ, বংশীহারী থানার আইসি আন্দোলনকারীদের বলেন, "পিকেটিং করতে পারবেন। কিন্তু, গাড়ি আটকানো যাবে না"। এই নিয়ে সিপিআইএমের বংশীহারী এরিয়া কমিটির সদস্য মাজেদার রহমানের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় পুলিশের। জানা গেছে, মাজেদার পুলিশকে বলেন, "সারাদিন আন্দোলন করব"। পাল্টা আইসি বলেন, "গরম দেখাচ্ছেন?"
অভিযোগ, এই বাদানুবাদ চলাকালীন আইসি বাম হাত দিয়ে মাজেদারকে সপাটে চড় মারেন। এই ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এমনকি সিপিআইএম নেতা মাজেদার রহমানকে গ্রেফতারও করে পুলিশ।
ঘটনার নিন্দা করে সিপিআইএমের তরফে বংশীহারী এরিয়া কমিটির সম্পাদক বাবলুচন্দ্র দে বলেন, "পুলিশের এমন আচরণ আমি কোনওদিন দেখিনি। পুলিশ শাসকদলের হয়ে কাজ করছে। খুবই নিন্দনীয় ঘটনা"। যদিও পুলিশের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন