ধর্মঘটের সমর্থনে নদীয়ার করিমপুর বাসস্ট্যান্ডে সিপিআইএম কর্মীরা (বামদিকে) এবং যাদবপুরের গাঙ্গুলি বাগানে ধর্মঘটের সমর্থনে মিছিল (ডানদিকে)
ধর্মঘটের সমর্থনে নদীয়ার করিমপুর বাসস্ট্যান্ডে সিপিআইএম কর্মীরা (বামদিকে) এবং যাদবপুরের গাঙ্গুলি বাগানে ধর্মঘটের সমর্থনে মিছিল (ডানদিকে) গ্রাফিক্স - আকাশ

Bandh: জেলায় জেলায় ভাল প্রভাব ধর্মঘটের, গ্রেফতার সৃজন সহ অনেকে, পুলিশের মারে পা ভাঙল মহিলা কর্মীর

People's Reporter: নতুন শ্রম কোড বাতিল, দৈনিক ৬০০ টাকা মজুরি ইত্যাদির দাবিতে দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সিআইটিইউ সহ ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও শিল্পভিত্তিক ফেডারেশন।

যাদবপুরে সৃজন ভট্টাচার্য সহ ১৬ জনকে গ্রেপ্তার করল পুলিশ

ধর্মঘটের সমর্থনে মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা যাদবপুরের গাঙ্গুলি বাগানে। এদিন সকালে বাম ছাত্র নেতা সৃজন ভট্টাচার্যের নেতৃত্বে বাঘাযতীন মোড় থেকে মিছিল শুরু হয়। মিছিল গাঙ্গুলি বাগান মোড়ে এলে বাধা দেয় পুলিশ। শুরু হয় বচসা। সৃজন ভট্টাচার্যকে চ্যাংদোলা করে এলাকা থেকে সরিয়ে দেয় পুলিশ। ধাক্কাধাক্কিতে সৃজনের পরনের শার্ট ছিঁড়ে যায় বলে অভিযোগ। মহিলা সমর্থকদেরও আক্রমণও করা হয়চেছে বলে অভিযোগ। সৃজন সহ বেশ কয়েকজন আহত হন।

তবে পুলিশের বাধা উপেক্ষা করে ফের শুরু হয় মিছিল। কিছু পরেই পুলিশ সৃজন ভট্টাচার্য সহ ১৬ জনকে গ্রেপ্তার করে।

পাল্টা পুলিশের অভিযোগ, দোকানে দোকানে ঢুকে জোর করে শাটার বন্ধ করে দিচ্ছিলেন বাম কর্মী সমর্থকরা।

SFI-DYFI-এর অবরোধ ঘিরে রণক্ষেত্র কলেজ স্ট্রিট

বাম ছাত্র-যুব সংগঠন SFI-DYFI-এর অবরোধ ঘিরে রণক্ষেত্র কলেজ স্ট্রিট। ধর্মঘটের সমর্থনে পথে নেমে রাজ্যজুড়ে গ্রেফতার হওয়া বাম কর্মী-সমর্থকদের ছাড়তে হবে, এই দাবিতে কলেজ স্ট্রিটে পথ অবরোধ করেন SFI-DYFI কর্মী-সদস্যরা। রাস্তায় টায়ার জ্বালাতে গেলে বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে হাতাহাতি SFI-DYFI সদস্যদের। কয়েকজন SFI ও DYFI কর্মীকে আটক করে পুলিশ।

রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কে ব্যাপক প্রভাব ধর্মঘটের

কেন্দ্রীয় শ্রম নীতির প্রতিবাদে ধর্মঘটে সামিল ব্যাঙ্কের কর্মচারী এবং অফিসার্স সংগঠন। ফলে কলকাতার বেশিরভাগ ব্যাঙ্কেরই তালা খোলেনি। 

করুণাময়ীতে পুলিশের মারে পা ভাঙল এক প্রবীণ মহিলা কর্মীর

বুধবার সকালে বনধের সমর্থনে করুণাময়ী মোড়ে পিকেটিং করছিলেন সিপিআইএম কর্মীরা। স্লোগান দিচ্ছিলেন। অভিযোগ, জোর করে সেই শান্তিপূর্ণ পিকেটিং তোলার চেষ্টা করে পুলিশ।

সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য বুম্বা মৈত্র জানিয়েছেন, পুলিশ তাঁদের উপর ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে। বহু মহিলা কর্মীকে আক্রমণ করা হয়েছে। রুমা রুদ্র নামের ৮১ বছরে এক মহিলা কর্মী পুলিশের ধাক্কায় পড়ে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েছেন। তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। জানা গিয়েছে তাঁর ফিমার বোন ভেঙে গেছে। দশজনকে গ্রেপ্তার করে পুলিশ। পাল্টা প্রতিবাদের জেরে তাঁদের ছাড়তে বাধ্য হয়। 

সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্যা শ্যামলী প্রধানের উপর হামলার অভিযোগ

কীর্ণাহারে সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্যা শ্যামলী প্রধানের উপর হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এদিন সকালে বনধের সমর্থনে কীর্ণাহার বাসস্ট্যান্ডের সামনে শ্যামলী প্রধানের নেতৃত্বে পথ সভা করছিলেন ধর্মঘট সমর্থনকারীরা।

অভিযোগ, তখনই কীর্ণাহার ২ নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি গোলাব সেখের নেতৃত্বে দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায়। শ্যামলী প্রধানকে রক্ষা করতে গিয়ে অন্যান্য দলীয় কর্মীরা আহত হন। জখমদের চিকিৎসা চলছে নানুর হাসপাতালে।

যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডে কুশপুতুল ও টায়ার জ্বালানোর সময় বিপত্তি, পাশের দোকানে ছড়াল আগুন

ধর্মঘটের সমর্থনে এদিন দলীয় পতাকা হাতে যাদবপুরে পথে নামেন সিপিআইএম কর্মীরা। এইট বি বাস স্ট্যান্ডে কুশপুতুল ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা। পুলিশ সেই আগুন নেভাতে গেলে ধস্তাধস্তিতে আগুন ছড়িয়ে পড়ে নিকটবর্তী একটি দোকানে। নেভাতে গিয়ে জুতোয় আগুন লেগে যায় পুলিশকর্মীর।

লেকটাউনে যশোর রোড অবরোধ সিপিআইএম কর্মীদের

লেকটাউনে ধর্মঘটের সমর্থনে পথে নামেন সিপিআইএম কর্মীরা। যশোর রোড অবরোধ করেন তাঁরা। পুলিশ অবরোধকারীদের তুলতে গেলে উভয় পক্ষের ধস্তাধস্তি হয়। 

এরপর বাঙুর অ্যাভিনিউয়ে গিয়ে ফের যশোর রোড অবরোধ করেন সিপিআইএম কর্মীরা। পরে পুলিশ গিয়ে তুলে দেয়। 

পূর্ব মেদিনীপুরে রাস্তা-রেল অবরোধ ধর্মঘটীদের, গ্রেফতার অনেক

হলদিয়ায় রানিচকের বন্দর ষ্টেশনে ট্রেন অবরোধ করেন বাম কর্মীরা। তাঁদের বাধা দেয় রেল পুলিশ। একসময় ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। কয়েকজন বাম সমর্থককে আটক করে রেল পুলিশ।

কাঁথিতে জাতীয় সড়ক অবরোধ করেন ধর্মঘটীরা। দীর্ঘক্ষণ অবরোধের জেরে বহু গাড়ি রাস্তায় দাঁড়িয়ে পড়ে। ব্যাঙ্কের সামনে পিকেটিং করেন বাম কর্মীরা। পুলিশ অবস্থানকারীদের হঠাতে চাইলে বসচা শুরু হয়। মহিলা পুলিশ মহিলা ধর্মঘটীদের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ। ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য নেতৃত্ব হিমাংশু দাস সহ পাঁচজনকে আটক করে পুলিশ। থানায় নেতৃত্বদের নিঃশর্ত মুক্তির দাবিতে অবস্থান চলছে এখন।

জলপাইগুড়িতে গ্রেপ্তার বামকর্মীরা

জলপাইগুড়িতে ধর্মঘটের সমর্থনে পথে নামা বাম কর্মীদের গ্রেপ্তার করলো পুলিশ। ধর্মঘটের ব্যাপক প্রভাব দেখা যাচ্ছে জলপাইগুড়িতে।

বাঁকুড়ায় বনধের ব্যাপক প্রভাব 

শ্রমিক সংগঠনের ডাকা বনধে ব্যাপক প্রভাব পড়েছে বাঁকুড়ায়। সকাল থেকে পথে ধর্মঘটীরা। বিভিন্ন জায়গায় মিছিল-পিকেটিং করছেন তাঁরা। বাঁকুড়া জেলা শাসকের দপ্তরের সামনে, বাঁকুড়া স্টেট ব্যাঙ্কের সামনে পিকেটিং করেছেন ধর্মঘটীরা।

ধর্মঘটে শামিল হয়েছেন মুটিয়া শ্রমিকরা। শুনশান সদা ব্যস্ত বাঁকুড়ার গুডস শেড। পথে নেই বেসরকারি বাস। রাস্তাঘাটও অন্যান্য দিনের তুলনায় ফাঁকা।

আসানসোলে বনধ ঘিরে উত্তেজনা

আসানসোলে বনধ ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। বনধের সমর্থনে বাম কর্মী সমর্থকরা মিছিল বের করে। অন্যদিকে বনধের বিরোধিতায় তৃণমূলের শ্রমিক সংগঠন পাল্টা মিছিল করে। একসময় দুই পক্ষের মধ্যে তীব্র বচসা বাঁধে। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বনধের প্রভাব কলকাতার নেতাজী সুভাষ বন্দরে

ধর্মঘটে অংশ নিয়েছেন কলকাতার নেতাজী সুভাষ বন্দরের শ্রমিক, কর্মচারীরা। থমকে রয়েছে কাজ।

বনধের প্রভাব কলকাতার নেতাজী সুভাষ বন্দরে
বনধের প্রভাব কলকাতার নেতাজী সুভাষ বন্দরেছবি সংগৃহীত
বনধের প্রভাব কলকাতার নেতাজী সুভাষ বন্দরে
বনধের প্রভাব কলকাতার নেতাজী সুভাষ বন্দরে

আলিপুরদুয়ারে বিভিন্ন জায়গায় পিকেটিং ধর্মঘটীদের

ধর্মঘটের সমর্থনে আলিপুরদুয়ারে বিভিন্ন জায়গায় পিকেটিং করছেন বাম কর্মী সমর্থকরা। কোথাও কোথাও চলছে মিছিল। বক্সা ফিডার রোডের কোর্ট মোড়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস আটকে দিয়েছেন ধর্মঘটীরা। শুরু হয়েছে পিকেটিং। বন্ধ শপিং মল, ব্যাংক।

ডোমজুড়ে ধর্মঘটীদের লাঠিচার্জ পুলিশের, আহত ২

হাওড়ার ডোমজুড়ে সিপিআইএম কর্মীদের উপর লাঠিচার্জের অভিযোগ উঠলো পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় দুজন আহত হয়েছেন।

জানা গেছে, ধর্মঘটের সমর্থনে সকাল সকাল পথে নেমে স্লোগান দিচ্ছিলেন সিপিআইএম কর্মীরা। এতে বেশ কিছু বাস, লরি দাঁড়িয়ে পড়ে। যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার পুলিশ ও র‍্যাফ। এরপর লাঠিচার্জ করে ধর্মঘটের সমর্থকদের হঠিয়ে দেয় পুলিশ। ২ জন সিপিআইএম কর্মী আহত হয়েছেন। তাদের ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

উত্তরবঙ্গে বন্ধ সমস্ত দোকানপাট, পথে নেই বেসরকারি সংগঠনের বাস

শ্রমিক সংগঠনগুলির ডাকা বনধে ব্যাপক প্রভাব পড়েছে কোচবিহার এবং জলপাইগুড়িতে। মূল মূল বাজার এলাকা প্রায় লোকশূন্য, বন্ধ দোকানপাট। অন্যান্য দিনের তুলনায় রাস্তাও প্রায় ফাঁকা। পুলিশি নিরাপত্তায় সরকারি বাসগুলি ডিপো থেকে রাস্তায় বের করা হলেও সেগুলিতে যাত্রী প্রায় নেই বললেই চলে। অন্যদিকে বেসরকারি সগঠনের বাসগুলি এখনও পর্যন্ত পথেই নামেনি আজ।

ধর্মঘটের সমর্থনে সকাল থেকে পথে নেমেছেন বাম কর্মীরা। অন্যদিকে ধর্মঘটের বিরোধিতায় পাল্টা পথে নেমেছেন রাজ্যের শাসক দল তৃণমূলের কর্মীরা। মিছিল থেকে প্রকাশ্যে তাঁরা সিপিআইএম কর্মীদের 'ধোলাই দেওয়ার' হুমকি দিচ্ছেন।

তুফানগঞ্জে সিপিআইএম কর্মীদের সাথে তৃণমূল কর্মীদের হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জলপাইগুড়ি শহরের বাজার বন্ধ
জলপাইগুড়ি শহরের বাজার বন্ধ

দুর্গাপুর স্টেশনে রেল অবরোধ, পুুলিশের সঙ্গে ধস্তাধস্তি

দুর্গাপুর স্টেশনে রেল অবরোধ করেন সিপিআইএম কর্মী, সমর্থকরা। পুুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় অবরোধকারীদের। জোর করে ধাক্কা মেরে অবরোধকারীদের সরিয়ে দেয় পুলিশ।

হুগলির কোন্নগর স্টেশনে রেল অবরোধ, আটকে পড়েছে লোকাল ট্রেন

হুগলির কোন্নগর ও রিষড়া স্টেশনের মাঝে রেল অবরোধ করেন সিপিআইএম কর্মীরা। বেশ কিছু লোকাল ট্রেন আটকে পড়ে। 

পরিবহণ-ক্ষেত্রে প্রভাব

বাম শ্রমিক সংগঠনগুলির অনুমোদিত বিভিন্ন অ্যাপ ক্যাব, হলুদ ট্যাক্সি এবং বাইক ট্যাক্সি চালক সংগঠন পরিষেবা বন্ধ রেখে ধর্মঘটে শামিল হয়েছে।

কলকাতা মেট্রোর শ্রমিক সংগঠন, কলকাতা মেট্রো কর্মী সংগঠনও ধর্মঘটে শামিল হওয়ার কথা জানিয়েছে। তাঁদের অভিযোগ,  কর্মীদের স্বাস্থ্যের কথা না ভেবেই রাতে কাজ করানো হচ্ছে।

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে ধর্মঘটের ডাক ১০টি  শ্রমিক সংগঠনের

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি এবং পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সিআইটিইউ সহ ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও শিল্পভিত্তিক ফেডারেশন। শ্রমিক সংগঠনের দাবি গুলির মধ্যে অন্যতম - নতুন শ্রম কোড বাতিল, দৈনিক ৬০০ টাকা মজুরি ও ২৬,০০০ টাকা ন্যূনতম মাসিক বেতন, চিকিৎসা পরিষেবা-সহ অন্যান্য সামাজিক সুরক্ষা ইত্যাদি।

আজকের ধর্মঘটে সামিল হচ্ছে ব্য়াঙ্ক কর্মচারীদের বিভিন্ন সংগঠনও। এর ফলে ব্য়াঙ্ক ও এটিএম পরিষেবাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in