কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি এবং পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সিআইটিইউ সহ ১০টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও শিল্পভিত্তিক ফেডারেশন। শ্রমিক সংগঠনের দাবি গুলির মধ্যে অন্যতম - নতুন শ্রম কোড বাতিল, দৈনিক ৬০০ টাকা মজুরি ও ২৬,০০০ টাকা ন্যূনতম মাসিক বেতন, চিকিৎসা পরিষেবা-সহ অন্যান্য সামাজিক সুরক্ষা ইত্যাদি।
আজকের ধর্মঘটে সামিল হচ্ছে ব্য়াঙ্ক কর্মচারীদের বিভিন্ন সংগঠনও। এর ফলে ব্য়াঙ্ক ও এটিএম পরিষেবাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন