
বিদেশি ডিগ্রি নিয়ে বিতর্কের জেরে দু'বছরের জন্য শান্তনু সেনের (Santanu Sen) ডাক্তারি লাইসেন্স বাতিল করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল।
শান্তনু সেনের বিরুদ্ধে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন না করিয়েই 'এফআরসিপি গ্লাসগো’ নামে একটি বিদেশি ডিগ্রি ব্যবহারের অভিযোগ ওঠেছে। গত মাসেই রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফ থেকে জবাব চেয়ে নোটিশ দেওয়া হয়েছিল তাঁকে। বৃহস্পতিবার তাঁকে তলব করেছিল মেডিক্যাল কাউন্সিল। এরপরেই আগামী দু'বছরের জন্য লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
'এফআরসিপি গ্লাসগো’ একটি সাম্মানিক ডিগ্রি। কিন্তু কাউন্সিলের বক্তব্য, এর কথা জানায় নি শান্তনু। এমনকি এই ডিগ্রি থাকলে প্র্যাকটিস করা যাবে কিনা, তা জানতে চেয়ে গ্লাসগোতে তারা একটি মেলও করেছিল। কিন্তু এখনও এই নিয়ে কোনও উত্তর আসেনি। তার আগেই শান্তনুকে সাসপেন্ড করল কাউন্সিল। এরপর থেকে আগামী দুবছর আর প্র্যাকটিস করতে পারবে না তিনি।
কাউন্সিলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাবেন বলে জানিয়েছেন শান্তনু সেন। তিনি জানান, তাঁর সাথে কথা না বলেই তাঁর লাইসেন্স বাতিল করা হয়েছে। মেডিক্যাল কাউন্সিলের বিরুদ্ধে মানহানির মামলাও দায়ের করবেন বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরে মেডিক্যাল কাউন্সিলে সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্বে ছিলেন শান্তনু সেন। কিন্তু আর জি কর ঘটনার পর থেকে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁর। সেই সময় 'মেয়েদের রাত দখল'-এর রাতে আন্দোলনকারীদের সাথে সামিল ছিলেন চিকিৎসকের স্ত্রী। এমনকি সেই সময় প্রশাসনের বিরুদ্ধে ‘দুর্নীতি’র অভিযোগও তুলেছিলেন চিকিৎসক নেতা।
এই ঘটনার পর তৃণমূলের মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয় শান্তনুকে। এমনকি বিভিন্ন হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে সরকারি প্রতিনিধিদের তালিকাতেও জায়গা পাননি তিনি। চলতি বছরের শুরুতেই দলবিরোধী কাজের জন্য তৃণমূল থেকে সাসপেন্ড করা হয় তাঁকে। মেডিক্যাল কাউন্সিলের সরকারি পদও হারিয়েছিলেন তিনি। এবার লাইসেন্সও বাতিল করা হল তাঁর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন