
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে গিয়ে আত্মসমর্পণ করলেন বোলপুরের বিধায়ক তথা রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিং। শনিবার সকালে কলকাতার বিচারভবনে ইডির বিশেষ আদালতে হাজিরা দেন তিনি। ইডি মন্ত্রীকে নিজেদের হেফাজতে চাইলেও, আদালত তাঁকে ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে। তবে একাধিক শর্তও দেওয়া হয়েছে।
শনিবার সকালে কলকাতার বিচারভবনে ইডির বিশেষ আদালতে হাজিরা দিয়ে জামিনের আর্জি জানান চন্দ্রনাথ। অন্যদিকে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদের জন্য চন্দ্রনাথের সাতদিনের হেফাজতের আবেদন জানিয়েছিল। যদিও ইডির আবেদন খারিজ করে দেয় আদালত। চন্দ্রনাথকে ব্যক্তিগত ১০ হাজার টাকার বন্ডে জামিন দেওয়া হয়েছে।
তবে রয়েছে কিছু শর্ত। আদালত জানিয়েছে, জামিন পেলেও আপাতত নিজের বিধানসভা কেন্দ্র এবং কলকাতার বাইরে কোথাও যেতে পারবেন না। তদন্তে সম্পূর্ণ সাহায্য করতে হবে। যতদিন এই সংক্রান্ত মামলা চলবে, ততদিন এই নিয়ম মানতে হবে।
ইডির আইনজীবী ধীরাজ দ্বিবেদী বলেন, ‘‘আমরা হেফাজতের জন্য দরখাস্ত করেছিলাম। সাত দিনের জন্য ওঁকে হেফাজতে চেয়েছিলাম। আগামী ১৬ তারিখ এর ফের শুনানি হবে। তাঁর মধ্যে উনি কলকাতা এবং নিজের বিধানসভা কেন্দ্রের বাইরে কোথাও যেতে পারবেন না।’’
প্রসঙ্গত, প্রাথমিক নিয়োগ মামলায় ইতিমধ্যেই মন্ত্রী চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি। এর আগে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ৪১ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল। এছাড়াও তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টেও দেড় কোটি টাকার অস্বচ্ছ লেনদেন হয়েছে বলে অভিযোগ। জানা গেছে, তদন্তকারীরা অনুমান করছেন, ২০১৬ থেকে ২০২১-এর মধ্যে তাঁর অ্যাকাউন্টে এই টাকা জমা পড়েছে। ২০১৬ এবং ২০২১-এর নির্বাচনের আগে তাঁর দেওয়া দুটি হলফনামা যাচাই করলে সাদা চোখে দেখা যাবে এই দুই বিধানসভা নির্বাচনে মধ্যবর্তী সময়ে তাঁর ঘোষিত সম্পদের বৃদ্ধি হয়েছে ২ কোটি ৭১ লক্ষ ৭৪ হাজার ৯৫৬ টাকা।
দু'বার ইডির তলব এড়িয়েছিলেন তিনি। যদিও গত মাসে হঠাৎ করেই ইডির দফতরে হাজিরা দেন। তবে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিনা, তা স্পষ্ট নয়। তার আগেই চার্জশিট জমা দিয়েছিল ইডি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন