'আদালতের পবিত্রতা নষ্ট করছেন', বিজেপির আইনজীবীদের ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির

People's Reporter: প্রধান বিচারপতি জানান, “বুধবার প্রায় ৪০ জন আইনজীবী কোর্টের মধ্যে জড়ো হয়েছিলেন। খবর পেয়েছি একটি রাজনৈতিক মিটিং হচ্ছিল। কোর্টের মধ্যে কেন?“
কলকাতা হাইকোর্টের বিজেপি আইনজীবীদের ভর্ৎসনা প্রধান বিচারপতির
কলকাতা হাইকোর্টের বিজেপি আইনজীবীদের ভর্ৎসনা প্রধান বিচারপতিরফাইল ছবি, গ্রাফিক্স - রিয়া সরকার

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ভর্ৎসনা করলেন হাইকোর্টের বিজেপি আইনজীবীদের। ক্ষুব্ধ বিচারপতির মত, বিজেপি আইনজীবীরা আদালতের পবিত্রতা নষ্ট করছে।  

শুক্রবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম নিজের এজলাসে বসেই আইনজীবীদের ভর্ৎসনা করেন। তিনি জানান, “গতকাল (বৃহস্পতিবার) রেজিস্ট্রার জেনারেলের অফিসে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। একদল আইনজীবী গিয়ে ওই দফতরের কর্মীদের হুমকি দিয়ে এসেছেন, কোর্ট রুমের ভিতরে তাঁদের মিটিং করতে দিতে হবে।“

প্রধান বিচারপতি এরপরেই তাঁর ক্ষোভ উগরে বলেন, “বুধবারও প্রায় ৪০ জন আইনজীবী কোর্টের মধ্যে জড়ো হয়েছিলেন। খবর পেয়েছি একটি রাজনৈতিক মিটিং হচ্ছিল। কিন্তু কোর্টের মধ্যে কেন? অন্য যে কোনও জায়গায় মিটিং করতে পারেন। এখানে আদালতের পবিত্রতা বজায় রাখুন।“

ক্ষুব্ধ বিচারপতি বলেন, “এই সব ঘটনা ক্ষমা করা যায় না। কী ভাবে কেউ কর্মীদের হুমকি দিতে পারে? যদি এখানেই (আদালতেই) কেউ নিরাপদ বোধ না করেন, তবে আর কোথায় যাবেন?” শুক্রবার আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘‘রাজ্যের এজিকে বলে দয়া করে এ বিষয়ে কিছু করুন।’’

বিচারপতি জানান, ‘‘ওই আইনজীবীদের দু’জন অ্যাসোসিয়েশনের সহকারী সম্পাদক ছিলেন। আমি দু’জনের নাম জানতে পেরেছি। আইনজীবী ফাল্গুনী বন্দ্যোপাধ্যায় এবং রাজেশ সাহা। এ ছাড়া কারা কারা ছিলেন, আজকে রাতের মধ্যে আমি সবার নাম চাই। প্রয়োজনে এই বিষয়টি বৃহত্তর বেঞ্চে পাঠাব।’’

কলকাতা হাইকোর্টের বিজেপি আইনজীবীদের ভর্ৎসনা প্রধান বিচারপতির
Mahua Moitra: মহুয়া মৈত্রের আলিপুরের ঠিকানায় আচমকাই CBI হানা, চলছে তল্লাশি
কলকাতা হাইকোর্টের বিজেপি আইনজীবীদের ভর্ৎসনা প্রধান বিচারপতির
IT Raid: দীর্ঘ ৭০ ঘন্টা তল্লাশির পর মন্ত্রী অরূপে বিশ্বাসের ভাইয়ের বাড়ি থেকে বেরোল আইটি টিম
কলকাতা হাইকোর্টের বিজেপি আইনজীবীদের ভর্ৎসনা প্রধান বিচারপতির
Chandranath Sinha: নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের আরও এক মন্ত্রীর বাড়িতে হানা ইডির

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in