
নিয়োগ দুর্নীতি মামলায় এবার কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ সিবিআই মামলায় সুজয়কৃষ্ণের শর্ত সাপেক্ষ জামিন মঞ্জুর করেছে। ইডি মামলায় আগেই জামিন পাওয়ায় আপাতত জেলমুক্ত হচ্ছেন তিনি।
নিয়োগ দুর্নীতিতে আগেই ইডি মামলায় জামিন পেয়েছিলেন সুজয়কৃষ্ণ। এবার মঙ্গলবার সিবিআই মামলায় জামিন পেলেন তিনি। তবে জামিনে বেঁধে দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত। আদালতের নির্দেশ, জামিনের পর সুজয়কৃষ্ণের গতিবিধির উপর নজর রাখবে সিবিআই। এ জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েনের নির্দেশ দিয়েছে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ।
এছাড়া, চিকিৎসার প্রয়োজন ছাড়া অন্য কোনও কাজে বাইরে বেরোতে পারবেন না কালীঘাটের কাকু। চিকিৎসা সংক্রান্ত কারণ ছাড়া কোনও ব্যক্তি বা কোনও রাজনৈতিক ব্যক্তির সঙ্গে দেখা করতেও পারবেন না তিনি। এছাড়া তাঁর দু’টি মোবাইল নম্বর সিবিআইকে দিয়ে রাখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২০ মার্চ। ততদিন পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে বলে জানানো হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে।
সুজয়কৃষ্ণের দু’টি বেসরকারি হাসপাতালের মেডিক্যাল রিপোর্ট দেখে উদ্বেগ প্রকাশ করেছে আদালত। দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, তাঁর অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা দরকার। এই সময় যদি সুজয়কৃষ্ণের কিছু হয়ে যায়, তাহলে তার দায় নেবে কে? মামলার মূল কারণ বিবেচনা না করে আদালত আপাতত চিকিৎসা সংক্রান্ত এবং মানবিক কারণে কালীঘাটের কাকুর জামিন মঞ্জুর করেছে। আদালত জানিয়েছে, এই সময়ের মধ্যে প্রয়োজনীয় চিকিৎসা এবং অস্ত্রোপচার করাতে পারবেন অভিযুক্ত।
মঙ্গলবার মামলার শুনানিতে সুজয়কৃষ্ণের হয়ে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, সিবিআইয়ের তরফে ছিলেন ডেপুটি সলিসিটর জেনারেল ধীরজ ত্রিবেদী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন