Brinda Grover: আরজি কর মামলা থেকে সরে দাঁড়ালেন নির্যাতিতার আইনজীবী বৃন্দা গ্রোভার

People's Reporter: গত সেপ্টেম্বর থেকে আর জি কর মামলায় নির্যাতিতার পরিবারের আইনজীবী হিসেবে যুক্ত হন বৃন্দা গ্রোভার। গত তিনমাস ধরে নির্যাতিতার পরিবারের হয়ে সওয়াল করেছে তাঁর দফতর।
বৃন্দা গ্রোভার
বৃন্দা গ্রোভার ছবি - বৃন্দা গ্রোভারের ফেসবুক পেজ
Published on

আর জি কর মামলা থেকে সরে দাঁড়ালেন বিশিষ্ট আইনজীবী বৃন্দা গ্রোভার। বুধবার তাঁর দফতরের পক্ষ থেকে বিবৃতি দিয়ে মামলা থেকে সরে আসার কথা জানানো হয়েছে। নির্যাতিতার পরিবারের হয়ে সওয়াল করছিলেন বৃন্দা গ্রোভার। তাঁর দফতরের পক্ষ থেকে মামলা থেকে সরে যাওয়ার কারণও ব্যাখ্যা করা হয়েছে।

গত সেপ্টেম্বর থেকে আর জি কর মামলায় নির্যাতিতার পরিবারের আইনজীবী হিসেবে যুক্ত হন বৃন্দা গ্রোভার। গত তিনমাস ধরে সুপ্রিম কোর্টের পাশাপাশি হাইকোর্ট এবং শিয়ালদা আদালতেও নির্যাতিতার পরিবারের হয়ে সওয়াল করেছে তাঁর দফতর। শিয়ালদা আদালতে প্রতিদিনই উপস্থিত থাকতেন বৃন্দার দফতরের আইনজীবীরা। এমনকি শিয়ালাদা আদালতে বিচারপ্রক্রিয়া শুরুর দিন উপস্থিত ছিলেন বৃন্দা গ্রোভার নিজে।

বুধবার হঠাৎ কেন মামলা থেকে সরে দাঁড়ালেন? সে বিষয়ে দফতরের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির জন্য বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত তিন মাস ধরে নিয়ম-নীতি মেনেই যাবতীয় আইনি সহায়তা দেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থা সিবিআইয়ের সঙ্গেও সহযোগিতা করা হয়েছে’।

দায়িত্ব ছাড়ার বিষয়ে নিম্ন আদালতকে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বৃন্দার বক্তব্য, ‘শিয়ালদা আদালতে আর জি করের ধর্ষণ এবং খুনের মামলার বিচারপ্রক্রিয়া চলছে। বিগত কয়েক দিনে ৫১ জনের মধ্যে ৪৩ জনের সাক্ষ্যগ্রহণও শেষ হয়ে গিয়েছে। বাকি দু’-তিন দিনের মধ্যেই বাকি কয়েক জনের সাক্ষ্যগ্রহণ নেওয়া হয়ে যাবে’।

বৃন্দার দফতরের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, বিচারপ্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কারণেই বৃন্দা আর জি কর মামলা থেকে সরে দাঁড়ালেন। ঘটনাচক্রে, মঙ্গলবার ছিল সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। শুনানিতে আর জি করের পরিবারের হয়ে সওয়ালও করেন বৃন্দা। তিনমাস পর আগামী ১৭ মার্চ স্যপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে।

বৃন্দা গ্রোভার
RG Kar Case: সুপ্রিম কোর্টে মিথ্যে বলছে CBI - শুনানি নিয়ে ‘হতাশ’ আরজি করের নির্যাতিতার মা-বাবা
বৃন্দা গ্রোভার
আইনের অপব্যবহার হচ্ছে, স্পষ্ট প্রমাণ ছাড়া স্বামীর বিরুদ্ধে মামলা নয় - নির্দেশ শীর্ষ আদালতের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in