বিধানসভা নির্বাচনের আগের বছরে রাজ্য সভাপতি নির্বাচনে কোনও ঝুঁকি নিলনা বিজেপি। পশ্চিমবঙ্গে বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসেবে কট্টরপন্থী শমীক ভট্টাচার্যকেই বেছে নিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাঁর নাম ঘোষণা এখন সময়ের অপেক্ষা। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে শমীক ভট্টাচার্য ছাড়া রাজ্য সভাপতি পদে আর কেউই মনোনয়ন জমা না দিলেও শেষ মুহূর্তে বিজেপির এক নেতা মনোনয়ন জমা দিয়েছিলেন পদ্ধতিগত ত্রুটির কারণে তা বাতিল হয়ে যায়। ফলে ভোটবিহীন ভাবেই রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি হতে চলেছেন শমীক ভট্টাচার্যই। তিনি সুকান্ত মজুমদারের স্থলাভিষিক্ত হবেন। বৃহস্পতিবার দুপুরে রাজ্য সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্যর নাম ঘোষণা হবার কথা।
সাম্প্রতিক সময়ে বারবার রাজ্য বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে। একদিকে যেমন জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রীর আহ্বানে দীঘায় যাওয়া নিয়ে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে দলের এক অংশের দূরত্ব বেড়েছে, তেমনই অন্যদিকে বারবার সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরোধও লক্ষ্য করা গেছে।
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং আরএসএস-এর শীর্ষ নেতৃত্ব মনে করছেন, শমীক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করা হলে তিনি সব গোষ্ঠীকে সঙ্গে নিয়ে চলতে পারবেন। এমনিতে সু-বক্তা শমীক ভট্টাচার্যকে অনেকেই পছন্দ করেন। ফলে তাঁকে সামনে রেখে বিধানসভা নির্বাচনের আগে দলের গোষ্ঠীদ্বন্দ্ব দূর করা যাবে ও দলকে ঢেলে সাজানো যাবে বলেই মনে করছে বিজেপি শীর্ষ নেতৃত্ব।
সুকান্ত মজুমদার যে এবার আর রাজ্য সভাপতি থাকবেন না তা অনেক আগেই নিশ্চিত হয়ে গেছিল। কারণ একইসঙ্গে সাংসদ ও সভাপতি – দুই পদ তিনি সামলাতে পারছিলেন না। আলোচনা ছিল, পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে আরএসএস কাকে চাইছে। সেদিক থেকে আরএসএস ঘনিষ্ঠ শমীক ভট্টাচার্যই প্রথম পছন্দ ছিল।
সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে দলের এখন বেশ কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। তাই আরএসএস-এর পছন্দের তালিকায় থাকলেও তাঁর রাজ্য সভাপতি হবার কোনও সম্ভাবনা ছিল না। এদিন তিনি মনোনয়ন কেন্দ্রেও যাননি। যদিও উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিদায়ী সভাপতি সুকান্ত মজুমদার।
রাজ্য সভাপতি হিসেবে মনোনয়ন জমা দেবার আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা শমীক ভট্টাচার্যর সঙ্গে আলাদা করে বৈঠক করেন। বুধবার সন্ধ্যেয় কলকাতায় আসছেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। সম্ভবত, এরপরেই রাজ্য সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্যর নাম ঘোষিত হবে।
শমীক ভট্টাচার্য
১৯৬৩ সালের ৫ নভেম্বর জন্ম শমীক ভট্টাচার্যর।
২০১৪ সালে তিনিই প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি বিধায়ক হিসেবে নির্বাচিত হন। ২০১৪তে বসিরহাট দক্ষিণ কেন্দ্রের উপনির্বাচনে তিনি তৃণমূল প্রার্থী দীপেন্দু বিশ্বাসকে ১,৫৬৮ ভোটে পরাজিত করেন।
সিপিআইএম বিধায়ক নারায়ণ মুখার্জির মৃত্যুতে ওই আসন শূন্য হয়েছিল।
২০২০ সাল থেকে তিনি রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র ছিলেন।
৩ এপ্রিল ২০২৪ তিনি রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন।
রাজনৈতিক মহলে বিজেপির কট্টরপন্থী নেতা হিসেবেই পরিচিত শমীক ভট্টাচার্য।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন