Underwater Metro: ভারতের ইতিহাসে নজির তিলোত্তমার, গঙ্গার নীচে মেট্রো উদ্বোধন প্রধানমন্ত্রী মোদীর

People's Reporter: মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রো যে মুহূর্তে গঙ্গার নীচের সুড়ঙ্গে ঢুকবে সেই মুহূর্তেই একটি নীল আলো জ্বলে উঠবে। গঙ্গার জলস্তর থেকে ৩৩ মিটার নীচে তৈরি হয়েছে এই সুড়ঙ্গ।
Underwater Metro: ভারতের ইতিহাসে নজির তিলোত্তমার, গঙ্গার নীচে মেট্রো উদ্বোধন প্রধানমন্ত্রী মোদীর
ছবি সংগৃহীত

ফের ভারতের ইতিহাসে নয়া নজির তৈরি করল পশ্চিমবঙ্গ। কলকাতায় চালু হচ্ছে গঙ্গার তলায় মেট্রো। যা দেশের ইতিহাসে প্রথম। বুধবার কলকাতায় গঙ্গার নীচে মেট্রো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, ১৯৮৪ সালের ২৪ অক্টোবর কলকাতাতেই প্রথম মেট্রো চলাচল শুরু হয়।

মঙ্গলবারই রাজ্যে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার বারাসাতের কাছারি ময়দানে জনসভা রয়েছে তাঁর। ইতিমধ্যেই সেই জনসভা শুরু হয়েছে। এদিন সকালে প্রথমে কলকাতা বিমানবন্দরে পৌঁছান মোদী। এরপর সেখান থেকে এসপ্ল্যানেডে পৌঁছান তিনি। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে গঙ্গার নীচের মেট্রো প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর সাথে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

পাশাপাশি, এদিন রাজ্যে আরও দুটি মেট্রো প্রকল্প উদ্বোধন করেন মোদী। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত এবং জোকা-তারাতলা মেট্রোপথের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশের উদ্বোধন করা হয়। একই সঙ্গে দেশের আরও পাঁচটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। 

উল্লেখ্য, এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের মধ্যে রয়েছে ৫২০ মিটার দীর্ঘ গঙ্গা। তা পেরিয়ে যেতে সময় লাগবে মাত্র ৪৬ সেকেন্ড। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছেন, মেট্রো যে মুহূর্তে গঙ্গার নীচের সুড়ঙ্গে ঢুকবে সেই মুহূর্তেই একটি নীল আলো জ্বলে উঠবে। এই নীল এলইডি আলোই বোঝাবে যে মেট্রো গঙ্গার নীচে দিয়ে ছুটছে। গঙ্গার জলস্তর থেকে ৩৩ মিটার নীচে তৈরি হয়েছে এই সুড়ঙ্গ।

Underwater Metro: ভারতের ইতিহাসে নজির তিলোত্তমার, গঙ্গার নীচে মেট্রো উদ্বোধন প্রধানমন্ত্রী মোদীর
Sandeshkhali: সন্দেশখালি কাণ্ডে শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের
Underwater Metro: ভারতের ইতিহাসে নজির তিলোত্তমার, গঙ্গার নীচে মেট্রো উদ্বোধন প্রধানমন্ত্রী মোদীর
Abhijit Ganguly: ‘৭ মার্চ বিজেপিতে যোগ দিচ্ছি’ - সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন অভিজিৎ গাঙ্গুলি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in