Abhijit Ganguly: ‘৭ মার্চ বিজেপিতে যোগ দিচ্ছি’ - সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন অভিজিৎ গাঙ্গুলি

People's Reporter: রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দেগে অভিজিৎ বলেন, “বিজেপিই একমাত্র সর্বভারতীয় দল, যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে।“
অভিজিৎ গাঙ্গুলি
অভিজিৎ গাঙ্গুলি ছবি, সংগৃহীত

বিজেপিতে যোগ দিচ্ছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। মঙ্গলবার বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে একথা জানান অভিজিৎ গাঙ্গুলি। সম্ভবত আগামী ৭ মার্চ বিজেপিতে যোগ দেবেন তিনি। তবে এবারের লোকসভায় তিনি প্রার্থী হচ্ছেন কিনা তা নিয়ে নিশ্চিত কিছু জানাননি। তাঁর দাবি, বিজেপিই তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে।

এদিন নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, “আমি বিজেপিতে যাচ্ছি। সম্ভবত আগামী ৭ মার্চ যোগ দেব। এবারের লোকসভাতে দল ঠিক করবে আমি প্রার্থী হব কিনা। আমি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছি, বিজেপিও আমার সঙ্গে যোগাযোগ করেছিল। সাত দিনের আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছি। এই কয়েকদিন আমি বিচারের কাজ করেছি।“ এরপর রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দেগে বলেন, “বিজেপিই একমাত্র সর্বভারতীয় দল, যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে।“

এরপর তিনি তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, “শাসক দল আমাকে অসম্মান করেছে এবং অপমানজনক কথাবার্তা বলেছে। আর তাদের এই ধরণের মন্তব্য আমাকে এই অনুপ্রেরণা জোগাতে সহয়তা করেছে। তৃণমূলের সংস্কৃতিই হল বিচারপতিকে আক্রমণ করা। এই তৃণমূল আর রাজ্যে বেশিদিন নেই।“

তবে অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে কেন গেলেন? সিপিআইএম বা কংগ্রেসে কেন নয়? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, “আমি বাড়িতে পুজো করি। আমি ধর্ম বিশ্বাস করি। সিপিআইএম ধর্ম বিশ্বাস করে না। সিপিআইএমের সঙ্গে আমার চিন্তাধারার মিল নেই। তাই সিপিআইএমে যাইনি।“

কংগ্রেস প্রসঙ্গে অভিজিৎ গাঙ্গুলির মন্তব্য, “কংগ্রেস একটি পারিবারিক জমিদারের দল। কংগ্রেসে যোগ্য ব্যক্তির স্থান হয় না। রাহুল গান্ধীর থেকে জয়রাম রমেশের বেশি যোগ্যতা আছে। কিন্তু তাঁরা পদ পান না। রাহুল গান্ধীর মতো নেতাদের পিছনে যেতে হয়। তাই আমি বিজেপিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।“

উল্লেখ্য, আজ সকালেই বিচারপতি পদ থেকে ইস্তফা দেন অভিজিৎ গাঙ্গুলি। পূর্ব পরিকল্পনামাফিক কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি এবং দেশের রাষ্ট্রপতিকে নিজের ইস্তফার চিঠি পাঠিয়েছেন। বিচারের গণ্ডি পেরিয়ে তিনি আরও বৃহত্তর ক্ষেত্রে যেতে চলেছেন। যার সঙ্গে রাজনীতির যোগ থাকবে বলেও সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

অভিজিৎ গাঙ্গুলি
Lok Sabha Polls 24: লোকসভায় অর্জুনকে টিকিট না দেওয়ার আর্জি জানিয়ে মমতাকে চিঠি তৃণমূল বিধায়কের!
অভিজিৎ গাঙ্গুলি
Tapas Roy: বিধায়ক পদ থেকে ইস্তফা তাপস রায়ের, লোকসভায় উত্তর কলকাতা থেকে BJP-র প্রার্থী! জল্পনা তুঙ্গে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in