২১ অক্টোবর থেকে ৮ দফায় ইন্টারভিউ, উচ্চ প্রাথমিকে ১,৫৮৫ জনের নিয়োগ - ঘোষণা SSC চেয়ারম্যানের

প্রথম দফার ইন্টারভিউ হবে আগামী ২১ অক্টোবর, দ্বিতীয় দফার ২২ অক্টোবর, তৃতীয় দফার ২৮ অক্টোবর, চতুর্থ দফার ২৯ অক্টোবর, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম দফার ইন্টারভিউ হবে ১-৪ নভেম্বর পর্যন্ত।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে কিছুটা স্বস্তির নিঃশ্বাস পেতে চলেছেন চাকরিপ্রার্থীরা। ২০১৪ সালের উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষায় উত্তীর্ণ যেসব প্রার্থীদের চাকরি হয়নি, অবিলম্বে তাঁদের নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ মেনেই ১,৫৮৫ জনের ইন্টারভিউ নেওয়া হবে বলে জানিয়েছেন এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।

২০১৪ সালে উচ্চ প্রাথমিকে উত্তীর্ণ হয়েও চাকরি পাননি অসংখ্য পরীক্ষার্থী। যার জেরে হাইকোর্টে মামলা দায়ের করেন তাঁরা। আদালতে হলফনামা জমা দিয়ে এসএসসি-র তরফে ১,৫৮৫ জনকে নিয়োগ করার অনুমতি চাওয়া হয়। গত ৩০ সেপ্টেম্বর আদালত সেই আবেদন মঞ্জুর করে।

এরপর শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, মোট ৮ দফায় ১,৫৮৫ জনের ইন্টারভিউ নেওয়া হবে। প্রথম দফার ইন্টারভিউ হবে আগামী ২১ অক্টোবর, দ্বিতীয় দফার ২২ অক্টোবর, তৃতীয় দফার ২৮ অক্টোবর, চতুর্থ দফার ২৯ অক্টোবর, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম দফার ইন্টারভিউ হবে ১ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত। ইন্টারভিউ দিয়ে যাঁরা পাশ করবেন, তাঁরা চাকরি পাবেন বলে জানিয়েছেন সিদ্ধার্থ মজুমদার (এসএসসি চেয়ারম্যান)।

অন্যদিকে, পুজোর আগেই প্রাথমিক টেটের ১১ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী ১১ ডিসেম্বর হবে টেটের লিখিত পরীক্ষা। চলতি বছর থেকে প্রতি বছরই হবে টেট পরীক্ষা। এমনটাই জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

পর্ষদ জানিয়েছে, লক্ষ্মী পুজোর পর পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রার্থীরা, রেজিস্ট্রেশন শুরু হবে কালীপুজোর আগে। পর্ষদের পোর্টাল থেকেই অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা।

প্রতীকী ছবি
TET: পুজোর আগেই ১১ হাজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পর্ষদের, লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর
প্রতীকী ছবি
ধর্নায় নিষেধ! গান্ধীমূর্তির পাদদেশে চাকরিপ্রার্থীদের ধর্নায় বসার আবেদন খারিজ হাইকোর্টের
প্রতীকী ছবি
৫৩০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২.৬৫ কোটি ঘুষ! মানিক ও তাঁর পুত্রের বিরুদ্ধে বিষ্ফোরক তথ্য ED-র

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in