Punjab: ৫০০ কোটি দিলেই মুখ্যমন্ত্রী! বিতর্কিত মন্তব্যের জেরে সাসপেন্ড নভজ্যোত সিং সিধুর স্ত্রী

People's Reporter: সোমবার নভজ্যোত কৌরকে সাসপেন্ড করেছে কংগ্রেস। তার আগে কংগ্রেস নেত্রী বলেছিলেন ৫০০ কোটি টাকা দিলেই মুখ্যমন্ত্রী হওয়া যায়।
নভজ্যোত সিং সিধু এবং তাঁর স্ত্রী নভজ্যোত কৌর
নভজ্যোত সিং সিধু এবং তাঁর স্ত্রী নভজ্যোত কৌরছবি ইন্টারনেট থেকে সংগৃহীত
Published on

নভজ্যোত সিং সিধুর স্ত্রী নভজ্যোত কৌরের 'বিতর্কিত' মন্তব্যের পরেই তাঁকে দল থেকে সাসপেন্ড করল কংগ্রেস। তবে কংগ্রেস নেত্রীকে দেওয়া চিঠিতে এই বিষয়ে নির্দিষ্ট করে কোনও কারণ উল্লেখ করা হয়নি।

সোমবার নভজ্যোত কৌরকে সাসপেন্ড করেছে কংগ্রেস। তার আগে কংগ্রেস নেত্রী বলেছিলেন ৫০০ কোটি টাকা দিলেই মুখ্যমন্ত্রী হওয়া যায়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সিধুর স্ত্রী-র মন্তব্য কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট করেছে। সেই কারণেই কড়া পদক্ষেপ নিয়েছে হাত শিবির।

গত সপ্তাহে প্রাক্তন ক্রিকেটার ও কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুর স্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, নভজ্যোত সিং সিধু সক্রিয় রাজনীতিতে ফিরবেন, যদি কংগ্রেস তাঁকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদের জন্য মনোনীত করেন। আমরা পাঞ্জাবকে সোনার পাঞ্জাবে পরিণত করব। এখন তো আবার যে কেউ স্যুটকেস ভর্তি ৫০০ কোটি টাকা দিলেই মুখ্যমন্ত্রী হয়ে যান।

এই মন্তব্যের পর ৮ ডিসেম্বর পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং নভজ্যোত কৌরকে চিঠি দেন। যেখানে লেখা ছিল, 'ডঃ নভজ্যোত কৌর সিধুকে অবিলম্বে দলের প্রাথমিক সদস্যপদ থেকে সাসপেন্ড করা হল'।

কংগ্রেস নেত্রীর এই বক্তব্যের পরই আক্রমণে নামে বিজেপি। গেরুয়া শিবিরের পক্ষ থেকে বলা হয়, কংগ্রেসের অভ্যন্তরেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি হচ্ছে। নেতা থেকে কর্মী সকলেই এর শিকার হচ্ছেন।

নভজ্যোত সিং সিধু এবং তাঁর স্ত্রী নভজ্যোত কৌর
Indigo: অষ্টম দিনেও বিপর্যয় অব্যাহত, ইন্ডিগোকে ৫% উড়ান কমানোর নির্দেশ ডিজিসিএ-র
নভজ্যোত সিং সিধু এবং তাঁর স্ত্রী নভজ্যোত কৌর
Vande Mataram: কেন্দ্রের ব্যর্থতা থেকে নজর ঘোরাতে এই আলোচনা - লোকসভায় বন্দেমাতরম বিতর্কে প্রিয়াঙ্কা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in