Indigo: অষ্টম দিনেও বিপর্যয় অব্যাহত, ইন্ডিগোকে ৫% উড়ান কমানোর নির্দেশ ডিজিসিএ-র

People's Reporter: গত ৮ দিন ধরে চলা ইন্ডিগোর সাম্প্রতিক পরিষেবা বিপর্যয়ের পর ডিজিসিএ এই নির্দেশ দিয়েছে। এদিনই ইন্ডিগো বিপর্যয় নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

ইন্ডিগো বিপর্যয়ের অষ্টম দিনে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)-এর পক্ষ থেকে সংস্থাকে সব ক্ষেত্রে ৫ শতাংশ উড়ান কমানোর নির্দেশ দেওয়া হল। বুধবার বিকেল ৫টার মধ্যে ইন্ডিগোকে তাদের উড়ান সংক্রান্ত পরিবর্তিত নতুন সূচি জমা দিতে হবে ডিজিসিএ-কে। গত ৮ দিন ধরে চলা ইন্ডিগোর সাম্প্রতিক পরিষেবা বিপর্যয়ের পর ডিজিসিএ এই নির্দেশ দিয়েছে। এদিনই ইন্ডিগো বিপর্যয় নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

শীতকালীন বিমান উড়ানের সূচি অনুসারে সপ্তাহে ইন্ডিগোকে ১৫,০১৪ উড়ান বা মাসে ৬৪,৩৪৬টি উড়ান সম্পন্ন করার অনুমোদন দেওয়া হয় চলতি বছরের নভেম্বর মাসের জন্য। যদিও ডিজিসিএ-র সমীক্ষা অনুসারে ইন্ডিগো নভেম্বর মাসে ৫৯,৪৩৮টি উড়ান সম্পন্ন করতে পেরেছে এবং এই মাসেই ইন্ডিগো ৯৫১টি উড়ান বাতিল করে।

এই সময় ডিজিসিএ-র পক্ষ থেকে ইন্ডিগোকে ৬ শতাংশ বা ৪০৩টি অতিরিক্ত উড়ানের জন্য অনুমতি দেওয়া হলেও সংস্থা অক্টোবর মাসে ৩৩৯ এবং নভেম্বর মাসে ৩৪৪ উড়ান সম্পন্ন করে।

ডিজিসিএ-র এদিনের নির্দেশিকায় বলা হয়েছে, ইন্ডিগো তাদের সময়সূচি মেনে দক্ষতার সঙ্গে উড়ান পরিচালনা করতে পারেনি। তাই সব ক্ষেত্র মিলিয়ে তাদের ৫ শতাংশ উড়ান কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।  

গত ১ ডিসেম্বর থেকে ইন্ডিগোর পরিষেবায় বিপর্যয় শুরু হয়। প্রতিদিনই বাতিল হতে থাকে বড়ো সংখ্যায় উড়ান। গত দু’দিন ধরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বলে দাবি করলেও এই দু’দিনেও বহু সংখ্যক উড়ান বাতিল করেছে ইন্ডিগো। মঙ্গলবার এই লেখার সময়ের মধ্যেই ইন্ডিগোর ২৭১টি উড়ান বাতিল করা হয়েছে বলে জানা গেছে। এদিন বেঙ্গালুরু থেকে ১২১টি এবং হায়দারাবাদ থেকে ৫৮টি উড়ান বাতিলের খবর এসেছে।  কেন্দ্রের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নির্দেশ দেওয়া হয় ইন্ডিগোকে। সংস্থার সিইও-কে শো-কজ করে কেন্দ্র।

মঙ্গলবার লোকসভায় ইন্ডিগো প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জারাপু জানান, পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে। ইন্ডিগোর কাছ থেকে জবাব চাওয়া হয়েছে। এই বিপর্যয়ের সময় যাত্রীদের সুরক্ষা, সুবিধাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।  

প্রতীকী ছবি
Indigo: সপ্তম দিনেও স্বাভাবিক নয় পরিস্থিতি, আজও দিল্লি, বেঙ্গালুরু জুড়ে বাতিল ৩০০-র বেশি উড়ান
প্রতীকী ছবি
Indigo: ষষ্ঠ দিনেও স্বাভাবিক নয় পরিষেবা, আজও বহু উড়ান বাতিল - ইন্ডিগোর সিইও-কে ডিজিসিএ-র শো-কজ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in